শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি ফুলবাড়ীতে সাবেক পুলিশ সদস্যের বাড়ির দরজা-জানালা ভাঙচুর, থানায় অভিযোগ কৃষিগুচ্ছে ভর্তিচ্ছুদের জন্য বাকৃবির বিশেষ বাস সার্ভিস ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অভয়নগরে ভাঙ্গা গেট বাজারে বিক্ষোভ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের রংতুলিতে নান্দনিক উখিয়ার শহীদ মিনার এলাকা

শিক্ষার্থীদের আঁকিবুঁকি ও বাহারি রঙের আলপনায় সেজেছে উখিয়ার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা। ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে। শিক্ষার্থীরা জানান দিচ্ছেন, বিপ্লবের রেশ এখনো কাটেনি তাদের।


রোববার (১১ আগস্ট) উখিয়ার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, দলবেঁধে শিক্ষার্থীরা তুলে ধরছেন আন্দোলনের নানা স্মৃতিপট।




দেখা যায়, বেলা ১০টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উপজেলা আনসার ভিডিপি কার্যালয় ও শহিদ মিনার-ঘেরা দেয়ালে আঁকা হয় ছাত্র-জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি।


শহিদ হওয়া রংপুরের আবু সাঈদ, কক্সবাজারের ওয়াসিম আকরাম, মুগ্ধর ‘পানি লাগবে, পানি’ আহ্বানের ছবি, রক্তাক্ত মানচিত্র, পতাকা, আঙুলের রক্তিম ছাপ ও নানান প্রতিবাদী শব্দ-সংবলিত বাক্য লেখা হয় দেয়ালে দেয়ালে।




কক্সবাজার-টেকনাফ মহাসড়ক লাগোয়া শহিদ মিনারের প্রধান ফটক থেকে শুরু করে উত্তরে উখিয়া প্রেসক্লাবের ফটক পর্যন্ত দেয়ালজুড়ে দেখা যায় অঙ্কনের নান্দনিকতা। এ ছাড়া শহিদ মিনারের সম্মুখে অবস্থিত সরকারি ভবনের দেয়ালজুড়ে লেখা হয় বিভিন্ন স্লোগান। ভবনটির একটি অংশে লিখে দেওয়া হয় ‘শহিদ ওয়াসিম আকরাম ভবন’।


নতুন বাংলাদেশ; স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব; অন্যায় শেষ পর্যন্ত স্বাধীনতার জন্ম দেয়; ৩৬শে জুলাই; ৫২ দেখেনি, ২৪ দেখেছি; কেউ ঘুষ চাইলে কানের নিচে বসিয়ে দেবেন; ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফেইল; জেন-জি; নাও উই ক্যান ফ্লাই লাইক বাটারফ্লাই; লেটস রিবিল্ড আওয়ার ন্যাশনস ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ‘বউত দিন হাইয়্যো, আর ন হাই্যয়ো’-সহ বিভিন্ন প্রতিবাদী বাক্য ও স্লোগান চিত্রিত হয়।


বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রছাত্রীরা এতে অংশ নেন।


শিক্ষার্থীরা বলছেন, এসবের মধ্য দিয়ে আন্দোলনে শহিদদের স্মরণ করা হচ্ছে। যারা রক্ত দিয়েছেন, তাদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তারা বৈষম্য, সহিংসতা, দুর্নীতি ও অপকর্মমুক্ত বাংলাদেশ গড়ার শপথ করেন এবং মাতৃভূমিকে রক্ষার অঙ্গীকার করেন।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন বলেন, যেকোনো যৌক্তিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে আছে উপজেলা প্রশাসন। কোনো সহযোগিতা চাইলে, সেটি তাদের দেওয়া হচ্ছে। জনগণের স্বার্থে ছাত্রদের কাজ করতে উৎসাহ প্রদান করেন তিনি।


বিভিন্ন গ্রাফিতি ও চিত্রাঙ্কন ছাড়াও এদিন শিক্ষার্থীরা উখিয়া থানার রোড পরিচ্ছন্ন করেন। এদিন সৌন্দর্য বর্ধনের স্বার্থে অপরিকল্পিতভাবে বসানো কয়েকটি বেসরকারি সংস্থার সাইনবোর্ড উপড়ে ফেলা হয় শহিদ মিনার এলাকা থেকে।


এর আগে, গত কয়েকদিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান করেন শিক্ষার্থীরা।


কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসন থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর পরই শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন। নানা কাজ নিজেরা হাতে নিয়েছেন। ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার তদারকি ও দেয়ালে দেয়ালে গ্রাফিতি করে নান্দনিকতার পাশাপাশি আন্দোলনের স্মৃতি তুলে ধরছেন তারা।

Tag
আরও খবর

উখিয়ায় জমির বিরোধের সংঘর্ষে নিহত ৩

৫ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে




উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক

৯ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে