নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

উখিয়ায় র‌্যাব পুলিশের সাথে সংঘর্ষে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাড়ে ৯মাস পর আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

গেল বছরের নভেম্বরে সরকার বিরোধী আন্দোলনের সময় কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-পুলিশের সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় নয় মাস পর আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের ঘটনা ঘটেছে। গত ২২ আগস্ট নিহতের ভাই সোনা আলী বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (উখিয়া) হত্যা মামলাটি দায়ের করেন। মামলা নং- সি আর ৫৪০/২৪ ইং উখিয়া।

মামলায় উখিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল হুদা সহ ৩০ জন আওয়ামীলীগ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবি মুহাম্মদ তাওহীদুল আনোয়ার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত এঘটনায় ইতিপূর্বে কোন মামলা হয়েছে কিনা তা তদন্ত করে প্রতিবেদন দিতে থানাকে নির্দেশ দিয়েছেন।

নিহত জাগির হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং সাংগঠনিক ইউনিয়ন উত্তর শাখার এক নং ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

ইতিপূর্বে সংঘর্ষের ঘটনায় দুই হাজার তেইশ সালের ৭ নভেম্বর র‌্যাব সদস্য গোলাম মেহেদী বাদী হয়ে নিহত জাগির হোসেন (৩৮) সহ বিএনপির ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

সেইদিন কি ঘটেছিলো :

গেল বছর বিএনপির সরকার বিরোধী আন্দোলন চালাকালীন ৫ নভেম্বর রাতে জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাসিয়া গ্রামে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সুলতান মাহমুদকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালায় র‌্যাব-পুলিশ। অভিযানের একপর্যায়ে র‌্যাব-পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে জাগির হোসেন গুলিবিদ্ধ হন ও পরে ৭ নভেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এসময় র‌্যাব এর পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়েছিলো নাশকতা মামলার আসামিদের গ্রেপ্তার করতে র‌্যাবের একটি দল পাইন্যাসিয়া গ্রামে গেলে বিএনপি সমর্থকরা বাহিনীকে ঘেরাও করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলায় র‌্যাবের কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়। এ পরিস্থিতিতে র‌্যাব আত্মরক্ষার্থে লোকজনকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। একইদিন এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সুলতান মাহমুদ, নিহত জাগির হোসেনসহ ৪২ জনকে আসামি করে মামলা উখিয়া থানায় মামলা দায়ের করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানিয়েছিলেন, এলিট ফোর্সের ওপর হামলার অভিযোগে র‌্যাব বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

জাগির নিহতের পর কক্সবাজার জেলা বিএনপি কক্সবাজারে দিনব্যাপী হরতাল পালন করে। র‌্যাবের গ্রেপ্তার অভিযানের বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী সেসময় সংবাদমাধ্যমকে বলেছিলেন ‘র‌্যাব আমার গ্রামে গিয়ে লোকজনকে গ্রেপ্তার করছিল। আমি উপস্থিত না থাকলেও তারা আমার বাড়িতেও অভিযান চালায়। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার ঘটনার প্রতিবাদ করলে র‌্যাব সাধারণ মানুষের ওপর গুলি চালায়।’ ‘সেখান থেকে র‌্যাবের গুলিতে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জাগির মারা গেছেন,’ যোগ করেন তিনি।

এদিকে জাগির হোসেনের মৃত্যুর সাড়ে ৯মাস পর ২২ আগস্ট নিহতের ভাই সোনা আলীর দায়ের করা মামলার আসামীরা হলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী , সালাহ উদ্দিন, উসমান জয় মানিক, সালাহ উদ্দিন, নুর মোহাম্মদ বাদশা , মফিজ মিয়া, মোহাম্মদ তৌহিদ, নুরুল হুদা , শহিদ উল্লাহ কায়ছার, সেলিম উদ্দিন, শামসুল আলম বলি, নুরুল আবছার, সিফাতুর রহমান, আবদুল্লাহ আল মামুন, ফজল কাদের ভুট্টো, মোহাম্মদ শফি, ইকবাল বাহার, আজিজুর রহমান মামুন, এম. এ মনজুর, আলী আহমদ, আজিজুর রহমান মামুন, মনজুর আলম, জানে আলম, মোস্তাক, মোহাম্মদ হোছন (প্রকাশ বরমাইয়্যা), নুরুল হক আনসারী, মোঃ শাহ জাহান, আব্দু ছালাম, মঞ্জুর আলম, আব্দু শুকুর সহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে মামলায় আসামী করা হয়েছে।

বাদী মামলায় উল্লেখ করেন, জাগির হোসেন উখিয়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর বসত বাড়ির কেয়ারটেকার ছিলেন। সুলতান মাহমুদ চৌধুরী বাড়িতে না থাকলে চেয়ারম্যানের বাড়িতে রাত্রিযাপন করতেন। পরবর্তী উপজেলা নির্বাচনে উক্ত সুলতান মাহমুদ চৌধুরী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনা দেয়ায় ১নং আসামী ও তাহার দলীয় লোকজন উক্ত সুলতান মাহমুদ চৌধুরীকে বশীভূত করার জন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় তাকে খুন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। বিগত ০৫/১১/২০২৩ইং তারিখ রাত অনুমান ৮ টার সময় পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আসামীগণ বন্দুক, রাম দা, লোহার রড, লাঠি ইত্যাদি অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া সুলতান মাহমুদ চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে জাগির হোসেন আহত হন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এঘটনার পর থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি বলে বাদী উল্লেখ করেন।

এদিকে আইনশৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনায় জাগির হোসেন নিহতের ঘটনায় সাড়ে ৯মাস পর আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে হয়রানীমূলক বলে দাবী করেছেন আওয়ামীলীগ নেতারা।

উল্লেখ্য এর আগে গত ২১ আগস্ট উখিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়।

Tag
আরও খবর