উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সেবাসংস্থা ফ্রেন্ডশিপ এর আবদুল্লাহ আল আমানের বিরুদ্ধে চরম সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রমরত বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এর মানব সম্পদ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত আদুল্লাহ আল আমান একজন মাদারিপুরের বাসিন্দা।
সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের নিকটতম আত্মীয় পরিচয়ে উখিয়ায় মানবিক সহায়তায় নিয়োজিত ফ্রেন্ডশিপের অন্যান্য কর্মকর্তা কর্মচারিদের অপব্যাবহার ও দম্ভোক্তি করে আসছে দীর্ঘদিন থেকে । একাধারে ৪ বছরধরে চাকরিক্ষেত্রে আমানের দাপুট সাধারন কর্মচারিদের বিষিয়ে তুলেছে। অসহায়ত্ব বরণ করতে হয়েছে সংস্থাটির ভোক্তভোগি কর্মকর্তা-কর্মচারীদের। কথায় শাঁসিয়ে চাকুরিচ্যতির গল্প শোনাতেও দ্বিধা করতেন না এই ব্যাক্তি। একই সাথে হেনস্তা ও নির্যাতনের শিকার হয়েছেন স্থানীয়রাও।
কিন্ত শুক্রবার ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় নৌমন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করে পুলিশ। মন্ত্রীর আটকের খবর সবখানে ছড়িয়ে পড়লে দীর্ঘ ৪বছরের মন্ত্রীর আত্মীয় পরিচয়টি স্থানীয়দের মধ্যে বিষোদগারে পরিনত হয়।
নাম প্রকাশ না করার শর্তে ফ্রেন্ডশিপের এক নির্যাতিত কর্মী বলেন, মন্ত্রীর আত্মীয়তার সুবাদে তিনি উচ্চস্বরে দম্ভোক্তি করে বলতেন, উনি আমার পারিবারিক অভিভাবক।
শোনতে পারলে কর নাহয় ভাগো। একই উখিয়াস্থ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথেও সুখ্যতা গড়ে তোলে অপরদিকে নৌমন্ত্রীর আত্মীয় হওয়ার সুবাদে বিভিন্ন পেশাশ্রেনীর মানুষের সাথে চোরা কারবারি সাথে জড়িয়ে প্রচুর টাকা কামিয়েছেন। এছাড়াও নিয়োগ বাণিজ্য, ক্যাম্প ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্টানকে কাজ পাইয়ে দিয়ে ঘুষ আদায় সহ নানা অপরাধে জড়িয়েছেন। তার উপরি হাত হাত থাকাতে আমানের অপকর্মে নিশ্চুপ থাকতেন সংস্থার ব্যবস্থাপনায় নিয়োজিত উচ্চপদস্থ কর্তারাও।
সম্প্রতি স্থানীয় ১৩ জন চাকরিজীবীকে জোরপূর্বক ছাঁটাইয়ের নেপথ্যে ভূমিকা রাখেন আমান। এ ছাটাইয়ের বিপরীতে অন্য এলাকার চাকরি প্রার্থিকের কাছ থেকে নিয়েছেন মোটা অংকের টাকা। গরীব ঘরনার ফ্রেন্ডশিপের কর্মী বলেন, আমানের দুর্নীতির কারণে উখিয়ার স্থানীয় ১৩ জনের চাকরি গেছে।
এব্যাপারে জানতে চাইলে ফ্রেন্ডশিপের প্রকল্প অফিসার জানান ওপরি ক্ষমতার কারণে আমানে বিরুদ্ধে কিছু করার ছিলনা
৭ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ৪৬ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে
১২ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে