আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যক্রম  নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে ছাত্র-জনতার আনন্দ মিছিল মাভাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলায় জড়িত ছাত্রদলের কর্মী শুভ এবং মাহিন নাগরপুরে গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা, চারজনের বিরুদ্ধে অভিযোগ আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে নাহিদ আমি তোমাদের ডাক্তার ভাই, আন্তরিক ও ভালোবাসার সেবায় নিয়োজিত ছিলেন ডা: এড্রিক বেকার ঢাকা - না:গঞ্জ রুটে রেলের ডাবললাইন প্রকল্পের কাজ শুরু দোয়ারাবাজারে যুবকের আত্মহত্যা। কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজন নিহত ঝিনাইদহে বজ্রপাতে নিহত কৃষক পরিবার পেল আর্থিক সহায়তা মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নন্দীগ্রামে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল আ’লীগ নিষিদ্ধের দাবিতে মোংলায় মশাল মিছিল প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকবে জামায়াত ছাত্রদলের আহ্বায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিবিরের সভাপতি বাগআঁচড়া বেলতলা আম বাজারে মানবাধিকার কর্মী পরিচয় চাঁদাবাজি, থানায় অভিযোগ সঙ্গীতশিল্পী মুস্তফা জামান আব্বাসী আর নেই

ডেনমার্কে উচ্চশিক্ষার জন্য বৃত্তি

বিশ্বের অন্যতম সুখী দেশ ডেনমার্ক। দেশটির শিক্ষাব্যবস্থা ও জীবনধারার বৈচিত্র্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের আকর্ষণ করে। শিক্ষাবিদদের পাঠনপদ্ধতি, উদ্ভাবনী চিন্তা এবং সৃজনশীলতার জন্য তাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী সুপরিচিত। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো সুযোগ দিয়ে থাকে।


◾ব্যাচেলর ডিগ্রি 

ডেনমার্কে ব্যাচেলর ডিগ্রি বিশেষ জ্ঞানের সঙ্গে একটি বিস্তৃত একাডেমিক ভিত্তি প্রদান করবে। প্রোগ্রামের শেষে একটি চূড়ান্ত প্রকল্প জমা দিতে বলা হয়, যা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে বা ভালো চাকরিপ্রাপ্তিতে সাহায্য করে।


◾মাস্টারস প্রোগ্রাম

ডেনমার্কে স্নাতকোত্তর ডিগ্রি একটি উন্নত এবং গবেষণাভিত্তিক প্রোগ্রাম সরবরাহ করে। স্নাতকোত্তর ডিগ্রি মূলত দুই বছরের। ডেনমার্কে এমএস অসাধারণ তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিকভাবে প্রয়োগ করার ক্ষমতা দেবে।



◾ডেনমার্কে পিএইচডি

গবেষণা ও উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে ডেনমার্ককে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে গণনা করা হয়। দেশটি পিএইচডি অধ্যয়নের জন্য একটি আদর্শ পরিবেশ প্রদান করে। প্রোগ্রামের মধ্যে রয়েছে গবেষণা, ল্যাবরেটরি এবং লাইব্রেরির উপযুক্ত সুবিধা। নির্দিষ্ট কোম্পানির সঙ্গে তাদের যৌথ অংশীদারত্বও রয়েছে। ড্যানিশ পিএইচডি প্রোগ্রাম সম্পূর্ণ হতে তিন বছর সময় লাগতে পারে।


◾পঠিত বিষয় 

ডেনমার্ক ৭০০টিরও বেশি অধ্যয়ন প্রোগ্রাম অফার করে, যা ইংরেজিতে শেখানো হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য IELTS, TOEFL বা PTE-এর মতো পরীক্ষার মাধ্যমে ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণ করতে হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভালো কয়েকটি বিষয় হলো: নার্সিং, মনোবিজ্ঞান, আইন, মেডিসিন, ফার্মেসি, অর্থনীতি, ফিজিওথেরাপি, আর্কিটেকচার, ডিজাইনিং, ইঞ্জিনিয়ারিং। তবে আপনি চাইলে IELTS ছাড়াই ডেনমার্কে পড়াশোনা করতে পারবেন। এর জন্য আপনাকে ইংরেজি যোগাযোগ ক্ষমতার অন্য কোনো প্রমাণ জমা দিতে হবে। এ ছাড়া ড্যানিশ ভাসায়ও অধ্যয়ন করা যাবে।


◾পড়াশোনার খরচ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ডেনমার্কের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য টিউশন ফি দিতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে ফি আলাদা এবং তা শিক্ষা স্তরের ওপরও নির্ভর করে। গড়ে টিউশন ফি প্রতিবছর DKK 45,000 এবং DKK 120,000-এর মধ্যে হতে পারে। যেহেতু বিদেশে অধ্যয়ন করা সর্বদা একটি ব্যয়বহুল ব্যাপার। তবে শিক্ষাব্যয় বহন করতে সক্ষম না হলে নির্ধারিত কিছু বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া যেতে পারে 


আলবার্গ বিশ্ববিদ্যালয় (AAU)

ইউনিভার্সিটি কলেজ অব নর্দান ডেনমার্ক (UCN) 

আরহাস বিশ্ববিদ্যালয় (AU) 

রসকিল্ড ইউনিভার্সিটি (RUC) 

কোপেনহেগেন বিজনেস স্কুল (সিবিএস) 

◾ডেনমার্ক স্কলারশিপ

ডেনমার্কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বৃত্তির ব্যবস্থা করে থাকে। একাডেমিক রেকর্ড এবং আর্থিক চাহিদার ওপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ডেনমার্কে অধ্যয়নের জন্য কয়েকটি বৃত্তি হলো:  


◾ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রাম

সাংস্কৃতিক চুক্তির অধীনে ড্যানিশ সরকারি বৃত্তি

ইউরোপে ERCIM Alain Bensoussan ফেলোশিপ

এইচকেএডিসি ওভারসিজ আর্টস অ্যাডমিনিস্ট্রেশন স্কলারশিপ

রিচি-জেনিংস মেমোরিয়াল স্কলারশিপ প্রোগ্রাম

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি

রয়্যাল সোসাইটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম

AIRC আন্তর্জাতিক ক্যানসার গবেষণা ফেলোশিপ (iCARE) 

ড্যানিশ সরকারি বৃত্তি

সিআইবিএসে পিএইচডি বৃত্তি

মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় কলেজ বৃত্তি

আরহাস ইউনিভার্সিটি স্কলারশিপ

আবেদন করতে যা লাগবে  


সব একাডেমিক সার্টিফিকেট 

নির্দিষ্ট কোর্স এবং নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্দেশ্য উল্লেখ করে ব্যক্তিগত প্রবন্ধ। 

একটি বৈধ পাসপোর্ট

ড্যানিশ ভাষায় একটি কোর্স অধ্যয়ন করতে চাইলে দক্ষতার একটি স্তর প্রমাণ করার জন্য অবশ্যই একটি ড্যানিশ ভাষা পরীক্ষা পাস করতে হবে।

ইংরেজিতে কোর্স অধ্যয়নের জন্য IELTS স্কোর-০৬ প্রয়োজন  

রেকমেন্ডেশন লেটার

◾খরচ ও পার্টটাইম জব

ডেনমার্কে বসবাসের খরচ ইউরোপীয় অন্য দেশের তুলনায় তুলনামূলক কম। ছোট শহরগুলোতে প্রতি মাসে প্রায় ৭০০-৮০০ ইউরো এবং কোপেনহেগেনের মতো বড় শহরে প্রতি মাসে ১ হাজার ৫০০ ইউরো পর্যন্ত খরচ হয়। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি জব করলে এই খরচ অনেকটাই কমে আসে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সেমিস্টার চলাকালে সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত ডেনমার্কে কাজ করার অনুমতি দেওয়া হয়। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জুন, জুলাই এবং আগস্ট মাসে পূর্ণসময় কাজ করার অনুমতি দেয়। এর জন্য আপনার পাসপোর্টে ওয়ার্ক পারমিটের স্টিকার লাগবে। ওয়ার্ক পারমিটের জন্য ড্যানিশ ইমিগ্রেশন সার্ভিসে আবেদন করতে হবে।

Tag
আরও খবর
ডেনমার্কে উচ্চশিক্ষার জন্য বৃত্তি

৯৯৮ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে