◾ স্পোর্টস ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে আজ শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর। বাংলাদেশ সময় রাত ৮টায় এই ম্যাচটি শুরু হবে। এই আসরের আয়োজক দেশ শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচও খেলবে দাসুন শানাকার দল। তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আফগানিস্তানের সঙ্গে।
এশিয়া কাপের খেলাগুলো মাঠে বসে যেমন দেখা যাবে, তেমনি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। বিদেশি চ্যানেলের পাশাপাশি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেশ কয়েকটি টিভি চ্যানেল। এগুলো হলো--নাগরিক টিভি, জিটিভি ও বিটিভি।
ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের দর্শকরা স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল (ডিডি ১) ও ডিডি স্পোর্টসে এই খেলা দেখতে পাবেন। যুক্তরাজ্য থেকে দেখা যাবে স্কাই স্পোর্টস ক্রিকেট এবং অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে ফক্স স্পোর্টস দক্ষিণ চ্যানেলে।
এ ছাড়াও অনলাইন প্লাটফর্মে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা।
▪️শ্রীলঙ্কা:
দাসুন শানাকা (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসিন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভান্দারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারতে, দিলশান মধুশঙ্কা, মাথেশ পাথিরানা, নুয়ান্দু ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, প্রমোদ মধুশান ও নুয়ান থুসারা।
৪ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
২১ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে