◾নিয়মের বেড়াজাল◾
কাজী আরিফ
নিয়মের বেড়াজাল, তা ভেঙেছি সেই কত আগেই।
সেই শৈশবে
মায়ের বকুনি খেতে হবে জেনেও জামায় ধুলোবালি মাখানো বন্ধ হয়নি।
বৃষ্টিতে ভিজলে সর্দি হবে জেনেও, ভেজার ইচ্ছে কখনো দমে যায়নি।
এসবে কখনোই নিয়ম মানা হয়নি, হয়না।
শিশুকাল থেকেই মানুষ জেনে যায়- মহব্বত বার বার ফিরে আসে না।
যেমনটা ফিরে আসবেনা তুমিও।
যার প্রতি প্রবল আকর্ষণ,
তার দিকে ছুটে যেতে হয় তীব্র গতিতে।
শিশুরা এটাই করে-
বলে দেয় মনের যত আকুল আবেদন, নিঃসঙ্কোচে।
যত বকুনি, সকল অসুখ- মহব্বতের মায়ায় সব তুচ্ছ মনে হয়।
তোমার সান্নিধ্যে-
আমি কৈশোরে ফিরে এসেছি
যেনো আবার ভালোবাসার বেড়াজালে নিজেকে আবদ্ধ করে ফেলেছ।
আবার ভাবছো নিয়মের বেড়াজালে কি হবে?
তা তো ভেঙেছি কবেই, সেই শৈশবে।
৪ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
১০ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে