ঈদের দিন একসাথে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আট সিনেমা। প্রথম দিন থেকেই হলগুলোতে দেখা যাচ্ছে দর্শক। বেশিরভাগ হলই পঞ্চাশ ভাগের বেশি দর্শক পেয়েছে। তাতেই হল কর্তৃপক্ষ খুশি। প্রত্যেকেই আশা করছেন, দুই চার দিনের মধ্যে দর্শক সমাগম শতভাগ হবে। প্রথম দিনে সেই আভাসই মিলেছে।
ঈদের প্রথম দিন থেকেই সিঙ্গেল স্ক্রিনগুলোতে শাকিব খানের সিনেমা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। দেশের প্রায় সব বড় হলগুলো ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার দখলে। এর বাইরে সিনেপ্লেক্সগুলোতে ভালো সাড়া মিলেছে ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘লোকাল’ এর পক্ষে।
রাজধানীর ঐতিহ্যবাহী হল মধুমিতায় চলছে শাকিবের সিনেমা। সেখানে দুপুর ও বিকালের শো খুব ভালো না গেলেও সন্ধ্যার শোতে ডিসি হাউজফুল গেছে। হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘প্রথম শোতে প্রায় ১৩-১৪ হাজার সেল হয়েছে।এই টিকিট সেল ক্রমশ বাড়বে চলতি সপ্তাহে। এখন বেশিরভাগ দর্শক ঈদের ছুটিতে গ্রামে গেছে। তারা ঢাকায় ফিরলে আরও দর্শক বাড়বে।’
অন্যদিকে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘জ্বীন’ সিনেমার প্রতিটি শো সব শাখায় প্রায় হাউজফুল। এছাড়া ‘লিডার’ আর ‘কিল হিম’র অবস্থায় বেশ ভালো। ‘আদম’ ও ‘লোকাল’ সিনেমা দুটিও প্রথম দিন খারাপ যায়নি। আগামী দুই একদিনের মধ্যে দর্শক চাপ আরও বাড়বে বলে আমরা অনুভব করছি। কারণ, সবগুলো ছবিরই অগ্রিম টিকিট সংগ্রহের আগ্রহ পাচ্ছি দর্শকদের কাছ থেকে।’
কেরানীগঞ্জের নিউ গুলশান সিনেপ্লেক্সে চলছে বাপ্পী চৌধুরী-জাহারা মিতুর ‘শত্রু’। জানা গেছে, এই সিনেমার প্রথম শোতে ৯৫ জন, দ্বিতীয় শোতে ৮৩ জন এবং তৃতীয় শোতে ১৩৪ জন দর্শক ছিল।
পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন্স সিনেমাসে ‘লিডার’ ও ‘কিল হিম’ রোজ ৪টি, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘পাপ’ ২টি, ‘শত্রু’ ও ‘আদম’ ছবির ১টি করে শো চলছে। সেখানে ‘পাপ’ সিনেমার প্রথম শো ছিল দর্শকশূন্য! আবার ‘জ্বীন’ ছবিটি আবার ভালো দর্শক পেয়েছে।
১৩ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৮ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৫ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৪৭ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৫৫ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
৬০ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে