অবশেষে স্বস্তির জয় পেয়েছে কলকাতা। কোহলির নেতৃত্বে উড়তে থাকা রয়্যাল চ্যাঞ্জেলার্স বেঙ্গালুরুকে ২১ রানে হারিয়েছে নিতিশ রানার দল।
এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়ের ফিফটির পর অধিনায়কোচিত ইনিংস (২১ বলে ৪৮) উপহার দেন নীতীশ রানা। তাতে কলকাতা ৫ উইকেট হারিয়ে তোলে ২০০ রান। জবাবে বেঙ্গালুরু ৮ উইকেট হারিয়ে থামে ১৭৯ রানে।
দিল্লির বিপক্ষে নিজের আইপিএল অভিষেকে ব্যাট হাতে মাত্র ৪ রান করেন লিটন। কিপিং ছিল আরও গড়পড়তা মানের। সেটার মাশুল দিতে হচ্ছে তাকে। চেন্নাইয়ের পর বেঙ্গালুরুর বিপক্ষেও লিটনকে বসিয়ে রাখে কলকাতা।
টস হেরে ব্যাটিংয়ে নামা কলকাতার হয়ে আজ রয়ের সঙ্গে ওপেন করতে নামেন নারায়ণ জগদিশান। রয় শুরু থেকে চালিয়ে খেললেও জগদিশান সুস্থির। তার ২৯ বলে ২৭ রানের ইনিংস টি-টোয়েন্টির দাবি মেটাতে না পারলেও রয়ের সঙ্গে গড়ে তোলা ৮৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কলকাতা।
১০ম ওভারে রয়-জগদিশান দুজনই আউট হলে রানপ্রবাহ কমে যায় কলকাতার। তবে অধিনায়ক রানার ঝড়ো ৪৮ আর শেষ দিকে রিংকু সিং ও ডেভিড ভিসের ক্যামিওতে ২০০-এর কোটা ছুঁয়ে ফেলে তারা।
৬ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৬ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে
২৬ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে