লালপুরে মসজিদের ডিজিটালসাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১ ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারী নিহত আশাশুনির বিছটে খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত ,হাজার হাজার পিরবার ঘর ছাড়া গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন ভ্যান চালককে খুন করে পালানোর সময় ডাকাত গ্রেফতার নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। বানারীপাড়ায় গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ সেনবাগে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১ মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত। লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক

এশিয়া কাপ: সুপার ফোরে আফগানিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 12:12:17 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক


এশিয়া কাপের এবারের আসরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের সামর্থ আগেই জানান দিয়েছিল আফগানিস্তান। এবার বাংলাদেশকে নাস্তানাবুদ করে সুপার ফোরে জায়গা করে নিল মোহাম্মদ নবির দল। ৭ উইকেট আর ৯ বল হাতে রেখে টাইগারদের হারাল দলটি।


দলকে বিপর্যয় থেকে টেনে তুলে জয়ের দেখা পেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জাদরান-নাজিবুল্লাহ আর ইব্রাহিমের ৩৩ বলে ৬৯ রানের জুটি। শেষ পর্যন্ত ম্যাচের সমিকরণ পরিবর্তন করে দেয়।


নাজিবুল্লাহ ১৭ বলে খেলেন ৪৩ রানের বিধ্বংসী ইনিংস। যে ইনিংসে ১টি চারের সঙ্গে ছক্কা হাঁকান ৬টি। ৪১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন ইব্রাহিম জাদরানও।


১২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতে চাপে পড়লেও শেষ হাসিটা হেসেছে আফগানরাই। তবে সাকিব-মেহেদির নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে সুবিধা করতে পারেনি মোহাম্মদ নবির দল। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে মাত্র ২৯ রান তোলে দলটি। পঞ্চম ওভারে সাকিব আউট বলে আউট হন রহমানুল্লাহ গুরবাজ।


সাকিবকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লাইন মিস করেন গুরবাজ। ১৮ বলে তিনি করেন ১১ রান। মুশফিক স্টাম্প ভেঙে দিতে একটুও দেরি করেননি। আফগানিস্তান প্রথম উইকেট হারায় দলীয় ১৫ রানে।


এরপর উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন হযরতউল্লাহ জাজাই। ইব্রাহিম জাদরানের সঙ্গে ৩১ বলে ৩০ রানের জুটি গড়েন এই ওপেনার। অবশেষে ইনিংসের দশম ওভারে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোসাদ্দেক। জাজাইয়ের ব্যাট থেকে আসে ২৬ বলে ২৩।


৪৫ রানে ২ উইকেট হারানোর পর আগেভাগেই নেমে পড়েন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। তবে সুবিধা করতে পারেননি। ১৩তম ওভারে বল হাতে নিয়েই সাইফউদ্দিন এলবিডব্লিউ করেন তাকে। ফেরার আগে তার ব্যাট থেকে ৯ বলে আসে ৮ রান।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৮ রানে হারায় ৪ উইকেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার কেলে ৭ উইকেটে ১২৭ রান তোলে সাকিব-মুশফিকরা।ব্যাটিংয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামেন শেষ সময়ে দলে যুক্ত হওয়া নাঈম শেখ। আফগান পেস আক্রমণের সেরা অস্ত্র হিসেবে পরিচিত ফজল হক ফারুকি করেন প্রথম ওভার। দেখেশুনে খেলে ওই ওভার থেকে একটি বাউন্ডারিসহ ৫ রান তুলে নেন নাঈম শেখ। তবে এরপর আর সুবিধা করতে পারেননি।


দ্বিতীয় ওভারে অফস্পিনার মুজিব উর রহমানকে আনেন আফগান অধিনায়ক মোহাম্মদ নাবি। মুজিব প্রথম ওভারেই ফেরান নাঈম শেখকে। পরিষ্কার বোল্ড হয়ে সাজঘরে ফেরার সময় নাঈমের সংগ্রহ দাঁড়ায় ৮ বলে ৬ রান।


এনামুল হক বিজয়কে ওয়ানডে ফরমেটে প্রচন্ড আত্মবিশ্বাসী মনে হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে একদমই মানিয়ে নিতে পারছেন না। দীর্ঘদিন পর দলে ফেরা এই ওপেনার নিয়মিতই ব্যর্থ হচ্ছেন টি-টোয়েন্টিতে। এশিয়া কাপেও এর ব্যত্যয় হল না। ১৪ বলে মাত্র ৫ রান করে ফিরেছেন সাজঘরে। মুজিব উর রহমানের ঘূর্ণিতে ক্রস খেলতে গিয়ে লাইন পুরোপুরি মিস করেন বিজয়। আম্পায়ার অবশ্য প্রথমে আবেদনে সাড়া দেননি। তবে রিপ্লেতে দেখা যায়, বল তার লেগস্টাম্প পেয়ে গেছে।


নাঈম শেখ, এনামুল হক বিজয়ের পর অপরিণামদর্শী শট খেলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক সাকিবও। ৯ বলে সাকিব করেন মাত্র ১১ রান। 


তিনটি উইকেটই নেন আফগান অফস্পিনার মুজিব উর রহমান। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে মাত্র ২৮ রান তুলতে পারে বাংলাদেশ।


সেখানেই থামেনি উইকেট পতনের মিছিল। পাওয়ার প্লের পরের ওভারে রশিদ খান বল হাতে নিয়ে যোগ দেন উইকেট শিকারের উৎসবে। মুশফিকুর রহিমকে (১) করেন এলবিডব্লিউ। আম্পায়ার শুরুতে নটআউট দিলে রিভিউ নিয়ে জেতে আফগানিস্তান।


২৮ রানে ৪ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর তরুণ আফিফ হোসেন। পঞ্চম উইকেটে তারা দেখেশুনে খেলে যোগ করেন ২৫ বলে ২৫ রান।


একাদশতম ওভারে এসে এই জুটিটি ভাঙেন রশিদ খান। আফগান লেগস্পিনারের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন আফিফ (১৫ বলে ১২)। ৫৩ রানে ৫ উইকেট হারায় টাইগাররা।


তবে উইকেটে এসে ধরে খেলার চেষ্টা না করে মারমুখী হন মোসাদ্দেক হোসেন। নিজের মোকাবেলা করা তৃতীয় বলেই মোহাম্মদ নাবিকে ছক্কা হাঁকান এই অলরাউন্ডার। যদিও এই বলটি ক্যাচ হয়েছিল, আম্পায়ার সফট সিগন্যাল আউটও দিয়ে রাখেন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, ক্যাচ নিয়ে বাউন্ডারিতে পা দিয়েছেন আফগান ফিল্ডার ওমরজাই।


দলের চরম বিপদের মুখে দুটি জুটি গড়েছেন মাহমুদউল্লাহ। প্রথমে আফিফ হোসেনকে নিয়ে ২৫ বলে ২৫, পরে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ৩১ বলে ৩৬ রান যোগ করেন অভিজ্ঞ এই ব্যাটার।


অবশেষে ইনিংসের ১৬তম ওভারে রশিদ খানকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ইব্রাহিম জাদরানের দারুণ ডাইভিং ক্যাচ হন তিনি। ২৭ বলে ১ বাউন্ডারিতে মাহমুদউল্লাহ করেন ২৫ রান।


মোসাদ্দেক ঠিক টি-টোয়েন্টির ব্যাটিংটাই করেছেন। যদিও শেষ পর্যন্ত ফিফটিটা পাননি। তবে ৩১ বলে চারটি ৪ আর একটি ছয়ে করেছেন ৪৮ রান।


আফগানিস্তানের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন মুজিব উর রহমান আর রশিদ খান।


সংক্ষিপ্ত স্কোর:


আফগানিস্তান: ১৩১/৩ (১৮.৩ ওভার শেষে)।


ব্যাটিং: ইব্রাহিম ৪২* ও নাজিবুল্লাহ ৪৩*।


আউট: ১৫/১ (গুরবাজ ১১), ৪৫/২ (জাজাই ২৩), ৬২/৩ (নবী ১১)।


বোলিং: সাকিব ১/১৩, মোসাদ্দেক ১/১২ ও সাইফ উদ্দিন ১/২৭।


বাংলাদেশ: ১২৭/৭ (২০ ওভার শেষে)।


ব্যাটিং: মোসাদ্দেক ৪৮* ও সাইফ উদ্দিন ০*।


আউট: ৭/১ (নাঈম শেখ ৫), ১৩/২ (এনামুল ৫), ২৪/৩ (সাকিব ১১), ২৮/৪ (মুশফিক ১), ৫৩/৫ (আফিফ ১২*), ৮৯/৬ (মাহমুদউল্লাহ ২৫) ও ১২৭/৭ (মাহেদী ১৪)।


বোলিং: মুজিব ৩/১৬ ও রশিদ ৩/২২।


ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।