জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক ইসলামপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক নদীতে জেলের জালে ধরা পড়ল কাছিম সাংবাদিকের ওপর হামলা বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে: জয়পুরহাটে মাওলানা রফিকুল ইসলাম খান "নলছিটি পাবলিক লাইব্রেরিতে বাংলা নববর্ষে সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ" কুবি'র 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু পীরগাছায় বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন!! সভাপতি মুফতি আশরাফুল, সম্পাদক আবু শাহমা ও সাংগঠনিক আব্দুল আহাদ সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শ্রীমঙ্গলে 'কিডস ইংলিশ জোন' এর শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তজুমদ্দিনে ফিলিস্তিনের পক্ষে গণজোয়ার। জয়পুরহাটে মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট বিতরণ ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭

মানস লোকে এক মহিলা কবি ঋতি ঢালী।

ডুমুরিয়ার মেধাবী সন্তান ঋতি ঢালী। লেখনীতে তার অসাধরণ প্রতিভা।যার কলমের স্পর্শ ফুটে ঊঠে মানস লোকের সু:খ-দু:খ। তার লেখা সমাজের অনেই সমাদর করেছেন।অল্পদিনেই তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছেন।স্থানীয় লোকের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা জানায় খুব অল্প বয়স থেকেই তার মধ্য এই প্রতিভা লক্ষ্য করা যায়, স্কুল ও পুজায় দেওয়াল পত্রিকা লেখার মাধ্যমে তার এ অসাধারণ সাহিত্যক প্রতিভার বিকাশ ঘটে। ঋতির সাথে সরাসরি কথা বলে জানা যায় সে বয়রা মহিলা কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী।সে তার লেখার মাঝে মানুষের জীবন চিত্র তুলে ধরতে চায়। তার ইচ্ছা আগামী বই মেলা তার একটা বই প্রকাশ করবে, সে সবার আশীর্বাদ প্রার্থী। তার অন্যতম একটা কবিতা নিম্নে-


¶ কবিতা: পাখি ঘর

•• ঋতি_ঢালী



পাখি আসে আর ফিরে ফিরে যায়,

যে নীড়ে ছিল তার চির সাথী

সে নীড় গেল ভেঙ্গে ঝড়ের গতিতে,

খুঁজে নাহি পায় তার সাথের সাথীকে।



নতুন দিনে প্রভাতের আলো

ছড়িয়ে পড়ে তার জায়গা যত,

একটু হেলে যায় যদি সে 

আলোর প্রতাপ কমে যায় যে।  



পাখি যায় উড়ে খাবারের খোঁজে,

এদিক ওদিক ঘুরে পেট ভরে খায়

আবার তৈরি করে নিজ নীড় সে

সাথী হীন কষ্টে আছে যে।


দুপুর গড়িয়ে বিকাল উঁকি দেয়

পিনপন দুপুর শেষ হলো যে,

শেষ বেলা পশ্চিম আকাশে যায়

এই ভাবে দিন যেন চলে যায়।


সারাদিন নীড় খোঁজে সাথী না নিয়ে,

আজ গেল চলে সাথী হীন হয়ে।

তবুও শান্তি পায় মনের কোণে,

খুজেছি তাকে অনেক হয়ত ব্যর্থ আমি।



পাখি তার গন্তব্য চালিয়ে যায় 

বেঁচে থাকার আশা ছাড়ে না যে

নতুন প্রভাতের মত শুরু করে আবার

নতুন ভাবে সাজাবে বাসা।


না হয় আবার যাবে ঝড়ে হারিয়ে

তবুও সে মানবে না হার

আজি বেলা হলো শেষ,

নতুন বাসা বেধেঁছি থাকব সেথা আজি।