বিশ্বের বৃহৎ মুসলিম দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা বড়লেখায় কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার ১২ ঘন্টা পর স্থগিত বানারীপাড়া প্রেসক্লাবের কমিটি গঠিত, সাইদুল ইসলাম সভাপতি,জাকির হোসেন সম্পাদক নির্বাচিত সুন্দরবন পরিদর্শন করলেন ৮ দেশের পদস্থ কর্মকর্তা সুন্দরবনে দুই হরিণ শিকারীকে আটক,কারাগারে প্রেরণ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ দিন ব্যাপী ক্লিনিং ক্যাম্পেইন চাটখিল সংবাদ সংগ্রহের কাজে বাঁধা মিয়ানমার থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না এলে সরকারকে সহায়তা অসম্ভব’ সারাদেশে একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেট ভালো লিচু চেনার উপায় সিসিএস'র সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর রুবি, জাহিদের শুভেচ্ছা শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিঠি গঠন চিলাহাটিতে নিধনকৃত বন রক্ষার্থে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত সবুজ সংহতি শ্যামনগর পৌরসভা কমিটি গঠিত বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পলাশে সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - তদন্ত কমিটি গঠন মোংলায় জমে উঠেছে তিন দিনব্যাপী ভূমি মেলা শান্তিগঞ্জে এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণ পাঠাগারের শুভ উদ্বোধন সান্তাহারে বেচাকেনার সময় ভিডব্লিউবি কর্মসুচীর ২৯ বস্তা চাল জব্দ

বাংলাদেশে প্রথমবারের মতো ‘গ্লোবাল একশন ডেইজ’ উদযাপন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 11:54:24 pm

বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপন হলো ‘গ্লোবাল একশন ডেইজ’। শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে।


শনিবার (৬ মে) ঢাকায় শিশু একাডেমিতে হয় এ অনুষ্ঠান। এটি আয়োজন করে পরিবেশবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান দি ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশনের (ফি) বাংলাদেশে ন্যাশনাল অপারেটর ‘প্রভা অরোরা’।


অনুষ্ঠান উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। আর সভাপতিত্ব করেন প্রভা অরোরা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিধান চন্দ্র পাল।


উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও পরিবেশকর্মী অধ্যাপক কাজী মদিনা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের উপদেষ্টা স্থপতি সালমা এ শফি, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, প্রভা অরোরার পরিচালনা পর্ষদের সদস্য ডালিয়া দাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারপার্সন ডা. আফতাব উদ্দিন।


এসময় সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। ফলে বিশ্বের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশেও এই ‘গ্লোবাল একশন ডেইজ’ পালিত হচ্ছে।


তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা করতে পারলে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। তাই আমরা জেনেশুনে পরিবেশের ক্ষতি করবো না।


পদ্মা সেতু, মেট্রোরেলসহ বাংলাদেশের উন্নয়নের উদাহরণ তুলে ধরে সাবের হোসেন চৌধুরী বলেন, এসব উন্নয়নকে টেকসই করতে হবে। আর এটা করতে হলে অবশ্যই আমাদের পরিবেশ ঠিক করতে হবে।


পরিবেশের বিজয় হলেই বাংলাদেশের বিজয় হবে বলে উল্লেখ করেন সাবের হোসেন চৌধুরী।


অধ্যাপক কাজী মদিনা পাঁচটি ইতিবাচকের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের বলেন, তোমরা প্রতিজ্ঞা করো আজকে থেকে এগুলোর চর্চা করবে। আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করবে।


এই পাঁচটি ইতিবাচককে ‘৫-আর’ বলা হয়। এগুলো হলো- পরিহার, হ্রাস, পুনর্ব্যবহার, পুনঃউপযোগীকরণ এবং নতুন বস্তুতে রূপান্তর।


লাকী ইনাম বলেন, আমাদের চারপাশে পাখির ডাক ও সবুজ কমে যাচ্ছে। ৫-আর চর্চার মধ্য দিয়ে আমরা পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারি।


সভাপতির বক্তব্যে বিধান চন্দ্র পাল বলেন, ‘গ্লোবাল অ্যাকশন ডেইজ’ পরিবেশগত শিক্ষাবিষয়ক একটি আন্তর্জাতিক ক্যাম্পেইন। যা প্রতি বছর বিশ্বব্যাপী আয়োজন করা হয়ে থাকে। এবছর দিবসটি পাঁচটি ইতিবাচক পদক্ষেপের ওপর ফোকাস করে পরিচালিত হচ্ছে। এগুলো হলো- পরিহার, হ্রাস, পুনর্ব্যবহার, পুনঃউপযোগীকরণ এবং নতুন বস্তুতে রূপান্তর। এগুলোর সবই দূষণ মোকাবিলায় অবদান রাখে।


অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী সবাইকে অংশগ্রহণের সার্টিফিকেট দেওয়া হয়।


প্রভা অরোরা জলবায়ু সংবেদনশীল যুব কেন্দ্রিক বাংলাদেশি সোশ্যাল এন্টারপ্রাইজ। এটি ডেনমার্কভিত্তিক পরিবেশবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান দি ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশনের বাংলাদেশের ন্যাশনাল অপারেটর হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।


১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী উদযাপন হয়ে আসছে গ্লোবাল একশন ডেইজ। সাধারণত দিবসটি প্রতি বছর এপ্রিলের শেষ সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহে উদযাপন করা হয়।

আরও খবর