আব্দুস সালাম সভাপতি ও সম্পাদক আব্দুল কাদির নির্বাচিত
শিক্ষকদের ঐক্য, অধিকার ও নেতৃত্ব প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং এস- ১২০৬৮) শ্রীমঙ্গল শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেলে দেওয়ান সামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিলে সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই-এর সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবির তালুকদার।
শিক্ষকদের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়, যেখানে মোহাম্মদ আব্দুস সালাম সভাপতি, মোঃ আব্দুল কাদির সাধারণ সম্পাদক, মিটন শর্ম্মা সাংগঠনিক সম্পাদক এবং সুমন চন্দ্র রায় অর্থ সম্পাদক নির্বাচিত হন। নবগঠিত কমিটিতে মোট ৭১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন, যারা আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির তাঁদের বক্তব্যে শিক্ষকদের সার্বিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংগঠনের কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, শিক্ষকরা জাতির আলো—তাই তাঁদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় আমরা সদা সচেষ্ট থাকবো। সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা আমাদের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হবে।
শিক্ষকদের কল্যাণ, সামাজিক সুবিচার ও শিক্ষার মানোন্নয়নে নবগঠিত কমিটি নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ ঘন্টা ১১ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ২৩ মিনিট আগে