মোংলা প্রতিনিধিঃ
সুন্দরবনের প্রাণ প্রকৃতি উপভোগ ও সুন্দরবন সম্পর্কে প্রশিক্ষণর্থীদের ধারণা দিতে কুয়েত, কাতার, সৌদি আরবসহ আট দেশের সাত পদস্থ কর্মকর্তা সুন্দরবনের করমজল সফরে এসেছেন। এ সময় তাদের সঙ্গে ছিল বাংলাদেশে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের ৬৭ জন প্রশিক্ষণর্থীরা।
মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় তারা করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্র ত্যাগ করেন। এর আগে এদিন দুপুর প্রতিনিধি দল সেখানে প্রবেশ করে।
করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন মো. শরিফের নেতৃত্বে কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর সাতজন পদস্থ কর্মকর্তা সুন্দরবন সফরে আসেন। এ সময় ওই কলেজের ৬৭ জন প্রশিক্ষণর্থীরা ছিল।
তিনি আরও জানান, প্রতিনিধি দল সুন্দরবনের কুমির প্রজনন ও হরিণের খামার ঘুরে দেখেন।
মূলত প্রশিক্ষণর্থীদের সুন্দরবন সম্পর্কে ধারণা দিতে এ সফর বলে মনে করেন বন কর্মকর্তা আজাদ কবির।
এর আগে এসব কর্মকর্তারা দুপুর সাড়ে ১২টায় মোংলা বন্দরও পরিদর্শন করে বলে জানা গেছে।
৫ ঘন্টা ৭ মিনিট আগে
৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ ঘন্টা ২১ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ ঘন্টা ৪২ মিনিট আগে