এই তারকা যুক্ত আকাশ
আমাকে ভুলে যাবে।
ভুলে যাবে নদীর পাড়ে
বসবাস কৃত গাঙচিল।
পুকুরের শ্যাওলা পড়া
সিঁড়িটা আমায় ভুলে যাবে।
পৃথিবী আমায় ভুলে যাবে,
ভুলে যাবে আমার অস্তিত্ব।
প্রতিটি পায়ের স্পর্শ ভুলে যাবে
সবুজ শ্যামল ঘাসগুলো।
আমার থাকার স্থান দখল হয়ে যাবে
বিলীন হয়ে যাবে আমার অপূর্ণতা।
আমি হয়তো আবার ফিরে আসব,
অস্তিত্বহীন আমি হয়ে।
আমার বেড়ে ওঠা,আমার শৈশব
কেউ হয়তো মনেই রাখবে না।
আমার ব্যবহৃত জিনিসগুলো
তাদের কাছে মূল্যহীন হয়ে পড়বে।
হারিয়ে যাবে আমার অস্তিত্ব
যেমন করে হারিয়ে গেছে আমার
পূর্বপুরুষের অস্তিত্ব আমাদের কাছে।
আমি কে?
যখন প্রশ্ন উঠে তখন আতকে উঠি।
ভাবি আসলেই তো আমি কে?
কিসের এত অহংকার।
কাদের জন্য এই মিথ্যাচার, অনাচার।
কী এই বা দরকার?
যখন সদ্দ জন্ম নেওয়া শিশুটি
জিজ্ঞেস করে আমি কে?
তখন মনে হয় এইতো
সময় ফুরিয়ে এসেছে।
নতুন প্রাণের আগমনে।
বিকেল হলেই আড্ডা দেওয়া
স্থানটি আমায় ভুলে যাবে।
ভুলে যাবে রাতের আকাশের
জোনাকি পোকার দল।
যে চাঁদের এত গুণগান
সে জোৎস্না মাখা রাত_
আমায় ভুলে যাবে।
৪ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে