সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রমাণ করতে হবে: সিইসি স্মরণ : সুন্দর মানষিকতার প্রতিচ্ছবি মরহুম জোবায়ের স্মার্ট নাগরিক তৈরিতে নতুন কারিকুলাম লক্ষ্মীপুরে ত্বীব্র তাপদাহ, বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও মোনাজাত আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টা, ৫০% লিখিত ডিজিটাল পেমেন্ট বাড়াতে সহায়তা দেবে আইএফসি টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে গণমাধ্যম নিষিদ্ধ ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের কিছুতেই ৭-৮ ঘণ্টার ঘুম হচ্ছে না, অভ্যাসে চাই বদল বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ আরও ৩ দিনের হিট অ্যালার্ট কটিয়াদীতে সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ইফতেতাহি দারস এর মাধ্যমে শুরু হলো বরুণা মাদরাসার নতুন শিক্ষাবর্ষের ক্লাস প্রচণ্ড তাপদাহে স্বস্তি আনতে বিশুদ্ধ পানি নিয় ছুটে যান জেলা পুলিশ তালতলা কৃষি ব্যাংকে উৎসবমুখর পরিবেশে হালখাতা উদযাপন মন্ত্রী-এমপিদের স্বজনদের কড়া হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের দুই বিভাগে হতে পারে বৃষ্টি সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬

তামিম হোসাইনের কবিতা - ফুরিয়ে যাবে


দিন যায় দিন আসে,

তাও একদিন ফুরিয়ে যাবে,

রবে না আর ভুবন মাঝে,

যেতে হবে একলা ঘরে, 

পাবে না কোন সঙ্গী, সাথী!


ভেবে কি দেখেছ,

কি করিতেছ স্বয়নে,স্বপ্নে,

একা থেকে তিমির মাঝে, 

কখনো বা সঙ্গী, সাথীদের নিয়ে!


ফুরিয়ে যাবে একদিন সাজানো সংসার,

থাকবে না আর রঙ্গমঞ্চের সমাহার! 

সময় তো নেই আর বেশি,

থাকবে কি আর এই ভুবনে!


রঙ্গমঞ্চ ছেড়ে যাবে,

থাকবে না ভুবন মাঝে,

চলে যাবে নিজ গৃহ মাঝে,

ভাবছ কি সময় বেশি আছে!


ও ভাই নিজ গৃহে যাওয়ার

সময় তো বেশি নেই।

আখি যখন অস্তমিত হবে,

তা খুলবে কি না ভাব, 

দেখবে কি আর ভুবনের আলো!


ফুলসজ্জায় শুয়ে, মাথার নিচে 

বালিশ রেখে ভাবো কত্ সময়

বাকি আছে আর,ভুবন মাঝে

থাকিবার! 


করো প্রার্থনা,

বানিয়েছেন যিনি দিন দুনিয়া, 

মাথা নত কর ওহে ভাই ওই প্রভুর কাছে!

থাকিতে পারি যেন,

শান্তিতে থাকিতে পর যেন,

 নিজের গৃহ খানায়।

 

ফুরাবার আগে সময়,

জোগাড় করে নিও সঞ্চয়! 


লেখক: তামিম হোসাইন 

শিক্ষার্থী, ঢাকা কলেজ