তীব্র তাপদাহে নাকাল জনজীবন, সারাদেশের ন্যায় সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ করলো ছাত্রলীগ। জয়পুরহাটে ১৬ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবাড়ীর গোয়ালন্দে হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু। অবৈধ মাটি উত্তোলনের দায়ে অভিযুক্তকে লাখ টাকা জরিমানা বে-টার্মিনালের ৪টি টার্মিনালই বিদেশি বিনিয়োগে হবে - বন্দর চেয়ারম্যান মাতামুহুরি নদীতে নিখোঁজ সেই দুই জেলেকে মৃত উদ্ধার জনগণের সেবক হিসেবে কাজ করতে চশমা মার্কা ভোট চাই : ভাইস চেয়ারম্যান প্রার্থী জুনাইদ সালুয়া ইউপির সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ উদ্দিন খান আর নেই নাগেশ্বরীতে চরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের মাঝে ভেড়া বিতরণ চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরার ঝাঁক ঘিরতে গিয়ে ২ যুবক নিখোঁজ ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক-স্টেশন মাস্টার গোলাম রব্বানী আবারও টেকনাফে এসে পড়লো গুলি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া: জাতিসংঘ সিরাজগঞ্জের বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারনায় সংসদ সদস্যের ভাই ও সহকারি, দলে বিভক্তি বৃদ্ধি বগুড়ার শেরপুরে ১১ কি.মি সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধন শেরপুরে প্রচন্ড তাপদাহে কৃষকের মৃত্যু টেপির বাড়ি উচ্চ বিদ্যালয়ের নব গঠিত পরিচালনা কমিটি গঠন। ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত ও সুপেয় পানি বিতরণ আরও কমলো সোনার দাম, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা আগামীকাল মহাকাশে নতুন ক্রু পাঠাবে চীন

সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব :বাশার

আগামী মাসের ১০ তারিখে আফগানিস্তান ক্রিকেট দল ঢাকা আসবে। এরপর ১৪ জুন মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। আসন্ন এ ম্যাচের জন্য টাইগার স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে চলতি মাসের শেষের দিকে। তবে আফগানদের বিপক্ষে এ টেস্টে বাংলাদেশ দল পাচ্ছেন না দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আর এতে করে দল যে তার অনুপস্থিতি অনুভব করবে তা নিজ মুখেই শিকার করে নিলেন টাইগার নির্বাচক হাবিবুল বাশার সুমন।


এ নিয়ে বৃহস্পতিবার (২৫ মে) মিরপুরে সাংবাদিকদের সামনে বাশার বলেন, ‘সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব থাকলে যেটা হয় আরকি ইনফ্যাক্ট, সাকিব মুশফিক দুই জন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব।’


সবশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব| এতে করে বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই কমবে বাংলাদেশের স্পিন শক্তি| এ বিষয়ে নির্বাচক বলেন, ‘যদি আমাদের দলটা দেখেন বাংলাদেশ দল দুইটা বিভাগেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ অবশ্যই মিস করবে। কিন্তু সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের পেস বোলিং বিভাগটা অনেক রিচ। আমাদের যে রকম দরকার, দল অনুযায়ী কিন্তু ঐরকম সিদ্ধান্ত নিতে পারি। তো সেটা নিয়ে অনেক আগেই চিন্তা ভাবনা হয়ে গেছে।’


এদিন আসন্ন ম্যাচে টাইগারদের দল কেমন হতে পারে তা নিয়েও একটু ধারণা দেন তিনি। জানান দলে কোনো চমক থাকবে না। বলেন, ‘চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়ে দলটা করব।’


এদিকে সবশেষ দেখায় ২০১৯ সালে বড় ব্যবধানে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচ হেরেছিল টাইগাররা। সেবার স্পিন উইকেটে আফগানদের মুখোমুখি হয়েছিল। পরে ঐ পরিকল্পনার জন্য গুনতে হয়েছে মাশুল। তবে এবার সতর্ক তারা। নিজেদের পরিকল্পনা না জানালেও প্রস্তুতি এবার ভিন্ন রকম। তিনি বলেন, ‘আমাদের তো পরিকল্পনা (উইকেট নিয়ে) আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিষ্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করব না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে সেটা সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে। ’


এছাড়া আফগানিস্তানের সঙ্গে হারের স্মৃতি নিয়ে বাশার বলছিলেন, ‘আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সঙ্গে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলি নাই। আমরা হেরেছিলাম। বাট এবারের ম্যাচটাতে অবশ্যই ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি আত্মবিশ্বাসী। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত আমরা পরিষ্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না। ’


বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে ভারতে যাবে সিরিজ খেলতে আফগানিস্তান। এরপর ভারত থেকে এসে ঈদুল আজহার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আর সেই সিরিজগুলোতে ফিরতে পারেন চোট পাওয়া সাকিব।

আরও খবর



6621bdf094948-190424064224.webp
কবে আসছেন ডি মারিয়া, যা জানা গেল

৫ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে





66180fc30ee18-110424102851.webp
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের

১২ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে