নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক সিএনজি চালিত অটোরিকশা চালক কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত মো: বেলাল হোসেন (২৪) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
রোববার (২৮ মে) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবা উল আলম ভূঁইয়া এ আদেশ দেন। এর আগে, উপজেলার বসুরহাট বাজারের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবা উল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত বেলাল বসুরহাট বাজারের সিএনজি স্ট্যান্ড দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিলেন।
রোববার দুপুরে ইভটিজিংয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সিএনজি চালক অপরাধ স্বীকার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ৫৩ মিনিট আগে
১ দিন ৫৪ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে