মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা: আজ ১৮ জুন বিশ্ব বাবা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে বিশ্ব বাবা দিবস। তবে অন্যান্য দিবসের মত জাঁকজমক ভাবে পালিত হয় নি দিবসটি। অনেকটা নিরবেই চলে গেল দিবসটি।
প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বেশীরভাগ দেশেই দিবসটি পালিত হচ্ছে। এ দিবস ঘোষনার বিষয়টি প্রথম ১৯১০ সালে যুক্তরাষ্ট্রের সনোরা স্মার্ট ডোড নামের এক তরুনীর মাথায় আসে।
১৯১৩ সালে যুক্তরাষ্ট্রে বাবা দিবসে সরকারী ছুটি ঘোষনার বিল উত্থাপন করা হয়। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন দিবসটিকে সরকারী ছুটির দিন হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।
বাবা সন্তানের জন্য ৩৬৫ দিনই ভাবতে পারেন। আজ সেই বাবাদের জন্য স্পেশাল দিন "বিশ্ব বাবা দিবস"।
বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে বিশেষ উদ্দীপন, উদযাপনের মধ্য দিয়ে। বাবা একটি আবেগের শব্দ,মায়ার শব্দ, ভালোবাসা ও গভীর শক্তি এ শব্দটিতে জড়িয়ে আছে। যে নামে জড়িয়ে আছে আমাদের জন্মের, বাল্যকালের, শিশুকালের, কৈশোরের, যৌবনের এক অনন্য মেলাবন্ধন। কারণ বাবা না থাকলে আমরা কখনই পৃথিবীর আলো দেখতে পেতাম না। আবার পৃথিবীর আলো দেখার পর বাবা না থাকলে কখনই আমাদের অস্তিত্ব সঠিকভাবে খুঁজে পেতাম না। বাবা ছোট থেকে বড় পযর্ন্ত সন্তানের সকল দাবি-দাবা, আবদার, ভরন-পোষন মিটিয়ে থাকেন নিজের মাথার ঘাম পায়ে ফেলার মাধ্যমে।
দিন থেকে রাত যে কোন সময় পরিশ্রম করা মানুষটির নামই বাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকেই বাবা বলে ডাকা হয়, ভালোবাসা দিয়ে আগলে রাখা মানুষটির নামই বাবা।
সে বাবার প্রতি শ্রদ্ধা, দায়িত্বশীল, ভালোবাসা কখনই একটি নামমাত্র দিবস দিয়ে পুরন করা যায় না। তারপরও চেষ্টা করবো বাবা দিবসের মাধ্যমে সকল বাবাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেন করতে।
"বিশ্ব বাবা দিবসে" বিশ্বের সকল বাবাদের প্রতি রইল ভালোবাসা ও গভীর শ্রদ্ধা।
৪ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে