বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

মানুষের জীবনে একটা পবিত্র অনুভূতি নাম ভালোবাসা।

"ভালোবাসতে কোনো কারণ লাগে না, ভালোবাসা হয় মনের গভীরতা থেকে"।

যে ছেলেটা তোমায় না দেখে থাকতে পারে না,যে তোমাকে সারাক্ষণ কারনে অকারনে জালাতন করে, খবর নেয়, সে ছেলে টা তোমায় ভালোবাসে। 

যে মানুষটা তোমার মন খারাপ হলে মুখ দেখেই বলে দিতে পারে, তোমায় হাসানোর জন্য সব কিছু করতে পারে, সেই মানুষটা সত্যিকার অর্থে তোমায় ভালোবাসে।। 

যে মানুষ টা তোমার অগ্ঞাত সারে তোমায় অনুসরণ করে, অনুভব করে, তোমার ছায়া সঙ্গী হয়ে তাকে সে মানুষটা তোমায় প্রাণ পণে ভালোবাসে।। 

ভালোবাসা একটা পবিএ অনুভূতি যেটা মনের গহীন থেকে অনুভব করতে হয়। আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো অংশে গিয়ে কাউকে না কাউকে প্রচন্ড রকমের ভালোবেসে ফেলি। 

ভালোবাসতে কোনো কারণ লাগে না, ভালোবাসা রুপ, সৌন্দর্য, অর্থ সম্পদ দেখে ও হয় না। ভালোবাসা হয় মনের গভীর থেকে। আর এই গভীরতায় যখন কেউ জায়গা করে নেয় তখন তার ভালোথাকা, খারাপ থাকা, মান, অভিমান, পছন্দ, অপছন্দ সব কিছুই যেন নিজের মনে হয়। ভালোবাসার মানুষটার ভালোথাকার জন্য সব কিছু করা যায়।। 

আমরা কেউ ই চাই না ভালোলাগা, ভালোবাসার মানুষ গুলো কষ্টে থাকুক, খারাপ থাকুক। যাকে মনের গভীরে জায়গা দেওয়া যায় তার সাথে কথা না বলে, দেখা না করে থাকা যায় না। 

ভালোবাসার মানুষটা চোখের সামনে না থাকলে কেমন যেন পাগল পাগল লাগে, উদাসীন লাগে, কোনো কাজেই মন বসানো যায় না। 

এক পলক দেখলেই যেন তাকে শান্তি লাগে, কতো বিচিএ অনুভূতি এই ভালোবাসা। 

তাই যখন কেউ তোমাকে কারনে, অকারণে খোঁজ খবর নিবে, কিংবা মূহুর্তে মূহুর্তে মেসেজ করবে, কেমন আছো, কি করছো, খেয়েছো, ঠিক আছো কি না, এসবে কখনও বিরক্ত হবে না। কেনো বলো তো পৃথিবীতে তো হাজার হাজার মানুষ রয়েছে তার মধ্যে কেনোই বা সে শুধুমাএ তোমাকে এতোবার মনে করে?কেনোই বা তোমার জন্য পাগলামি করে? কই অন্য কেউ তো করে না৷ তার মানে বুঝে নিও ওই মানুষটা তোমাকে পাগোলের মতো ভালোবাসে বলেই আগলে রাখতে চায়। 

ভালোবাসা খুব দুস্প্রাপ্য জিনিস, টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না, সুখ, শান্তি কেনা যায় না। তাই ওইসব মানুষগুলোকে হেলাফেলা না করে আগলে রাখো। সুখে ভরে উঠবে জীবন, জীবন হবে মধুময়, সুন্দর, সাচ্ছন্দ্য।

 লেখক :প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী ;খুলনা ইউনিভার্সিটি।

আরও খবর