"ভালোবাসতে কোনো কারণ লাগে না, ভালোবাসা হয় মনের গভীরতা থেকে"।
যে ছেলেটা তোমায় না দেখে থাকতে পারে না,যে তোমাকে সারাক্ষণ কারনে অকারনে জালাতন করে, খবর নেয়, সে ছেলে টা তোমায় ভালোবাসে।
যে মানুষটা তোমার মন খারাপ হলে মুখ দেখেই বলে দিতে পারে, তোমায় হাসানোর জন্য সব কিছু করতে পারে, সেই মানুষটা সত্যিকার অর্থে তোমায় ভালোবাসে।।
যে মানুষ টা তোমার অগ্ঞাত সারে তোমায় অনুসরণ করে, অনুভব করে, তোমার ছায়া সঙ্গী হয়ে তাকে সে মানুষটা তোমায় প্রাণ পণে ভালোবাসে।।
ভালোবাসা একটা পবিএ অনুভূতি যেটা মনের গহীন থেকে অনুভব করতে হয়। আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো অংশে গিয়ে কাউকে না কাউকে প্রচন্ড রকমের ভালোবেসে ফেলি।
ভালোবাসতে কোনো কারণ লাগে না, ভালোবাসা রুপ, সৌন্দর্য, অর্থ সম্পদ দেখে ও হয় না। ভালোবাসা হয় মনের গভীর থেকে। আর এই গভীরতায় যখন কেউ জায়গা করে নেয় তখন তার ভালোথাকা, খারাপ থাকা, মান, অভিমান, পছন্দ, অপছন্দ সব কিছুই যেন নিজের মনে হয়। ভালোবাসার মানুষটার ভালোথাকার জন্য সব কিছু করা যায়।।
আমরা কেউ ই চাই না ভালোলাগা, ভালোবাসার মানুষ গুলো কষ্টে থাকুক, খারাপ থাকুক। যাকে মনের গভীরে জায়গা দেওয়া যায় তার সাথে কথা না বলে, দেখা না করে থাকা যায় না।
ভালোবাসার মানুষটা চোখের সামনে না থাকলে কেমন যেন পাগল পাগল লাগে, উদাসীন লাগে, কোনো কাজেই মন বসানো যায় না।
এক পলক দেখলেই যেন তাকে শান্তি লাগে, কতো বিচিএ অনুভূতি এই ভালোবাসা।
তাই যখন কেউ তোমাকে কারনে, অকারণে খোঁজ খবর নিবে, কিংবা মূহুর্তে মূহুর্তে মেসেজ করবে, কেমন আছো, কি করছো, খেয়েছো, ঠিক আছো কি না, এসবে কখনও বিরক্ত হবে না। কেনো বলো তো পৃথিবীতে তো হাজার হাজার মানুষ রয়েছে তার মধ্যে কেনোই বা সে শুধুমাএ তোমাকে এতোবার মনে করে?কেনোই বা তোমার জন্য পাগলামি করে? কই অন্য কেউ তো করে না৷ তার মানে বুঝে নিও ওই মানুষটা তোমাকে পাগোলের মতো ভালোবাসে বলেই আগলে রাখতে চায়।
ভালোবাসা খুব দুস্প্রাপ্য জিনিস, টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না, সুখ, শান্তি কেনা যায় না। তাই ওইসব মানুষগুলোকে হেলাফেলা না করে আগলে রাখো। সুখে ভরে উঠবে জীবন, জীবন হবে মধুময়, সুন্দর, সাচ্ছন্দ্য।
লেখক :প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী ;খুলনা ইউনিভার্সিটি।
৩ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে