ডলার সংকট আর মূল্যস্ফীতি সামলানোর চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছে নতুন অর্থবছর। সামনে রয়েছে জাতীয় নির্বাচনও। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাই শুরু থেকেই সতর্ক সরকার। ২০২৩-২৪ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচ কমানোসহ নতুন যানবাহন না কেনার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ শুরু হওয়া অর্থবছরের বাজেটে এ-সংক্রান্ত নির্দেশ দিয়ে এক পরিপত্র জারি করেছে।
অর্থ মন্ত্রণালয় বলছে, মন্ত্রণালয় ও বিভাগগুলো চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিচালন বাজেটের অধীন প্রদর্শিত বরাদ্দ শতভাগ ব্যয় করতে পারবে। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের জন্য বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের ২০ থেকে ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে।
অন্যদিকে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় বৈদেশিক ভ্রমণ এবং ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে।
১৬ ঘন্টা ৭ মিনিট আগে
১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১৯ ঘন্টা ২১ মিনিট আগে
২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১ ঘন্টা ৩ মিনিট আগে