ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে: শেরপুরে ইসি আলমগীর শেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা- ৪ আসনে মনোনয়ন বঞ্চিত জাপা নেত্রীর আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে গিয়ে ফুল দিয়ে বরণ পোশাক শিল্প খাতে কাস্টমস ক্লিয়ারেন্স দ্রুততর করার তাগিদ বিজিএমইএর লোহাগাড়ায় পদুয়াতে আগুনে পুড়ল আট দোকান। গলাচিপায় ১৪৪ ধরা ভঙ্গ করে জোরপূর্বক ধান কেটে নিলো প্রতিপক্ষরা বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেছেন দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। শাহীনের সব বাড়লেও কমেছে কৃষি জমি! সাগরতীরের ঝাউবন থেকে ডাকাত চক্রের ৮ সদস্য আটক: অস্ত্র উদ্ধার কক্সবাজারে শ্পেশলাইজড সার্চ এন্ড রেসকিউ ইকুইপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ শুরু টেকনাফে ৫শ ৬০ক্যান বিদেশী বিয়ার ও ৭৫বোতল মদসহ আটক-১: পলাতক-৪ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সহ দুই জন আটক জীবিকার পসরা সাজিয়ে ভ্যান গাড়ি নিয়ে ঘুরছেন বিক্রেতারা চট্টগ্রাম মহানগর যুবলীগের সাথে এমপি লতিফের মতবিনিময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র এমপি প্রার্থী দুলাল বিশ্বাস শেঁকড়ের সন্ধানে ভারত থেকে বাংলাদেশে চিত্রশিল্পি অনিন্দ্য রায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর সদর ইউপি আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা শাজাহানপুরে শিক্ষা উপকরণ ও দুস্থদের মাঝে টিউবওয়েল, সেলাই মেশিন বিতরণ শরীয়তপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

মহানবীর সুমহান চরিত্র

প্রতীকী ছবি


◾ আরাফাত শাহীন


যদি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়—সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কে? যারা নিজেদের ন্যূনতম মুসলিম হিসেবে দাবি করেন, তারা একবাক্যে উত্তর দেবেন—মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুসলিমরা প্রথম দিকে হয়ত একটু চিন্তায় পড়ে যাবে। কিন্তু তাদের সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্কলুষ ও পবিত্র জীবন উদ্ভাসিত হয়ে উঠবে, তখন তারাও এই সত্যটি মেনে নিতে বাধ্য হবে। এজন্যই পাশ্চাত্যের বিখ্যাত লেখক মাইকেল এইচ হার্ট তার 'The Hundreds' বইয়ে বিশ্বের সর্বকালের সেরা ১০০ মনীষীর জীবনী আলোচনা করতে গিয়ে রাসূলে আরাবিকে সবার প্রথমে স্থান দিয়েছেন। তাছাড়া পশ্চিমা লেখক ও ঐতিহাসিকেরা যতই তাঁর সমালোচনায় মুখর থাকুন না কেন—দিনশেষে তারাও নবীজির জীবনের পবিত্রতাকে স্বীকার করে নিয়েছেন। আল্লাহর রাসূলের চরিত্রের কী এমন বিশেষ বৈশিষ্ট্য ছিল, যার মোহে গোটা দুনিয়ার মানুষ গত চৌদ্দশো বছর ধরে মোহিত হয়ে আছে?


একজন মানুষ আরবের ধূসর মরুভূমিতে এমন সময় জন্ম নিলেন—যখন চারিদিকে অন্যায় আর অসভ্যতা মাকড়সার জালের মতো আষ্টেপৃষ্টে জড়িয়ে ছিল। আরবের সেই পঙ্কিল পরিবেশ—যেখানে শিরক আর কু*ফরে লিপ্ত ছিল গোটা জনপদ, সেখানে থেকেও তিনি নিজেকে পুরোপুরি পবিত্র রাখতে পেরেছিলেন। তাঁর জবান দিয়ে কখনও কোনো মিথ্যা শব্দ বের হয়নি, কখনও কোনো অশ্লীল শব্দও শোনা যায়নি তাঁর কাছ থেকে। তাঁর লজ্জাশীলতা ছিল প্রবাদের মতো। অথচ সে সময় আরবে নির্লজ্জতা আর বেহায়াপনার জোয়ার বইছিল। নবীজি কখনও অপ্রয়োজনে কাউকে আঘাত করেননি। কাউকে হ*ত্যা করেননি তিনি। অবশ্য উহুদের ময়দানে তাঁর হাতে থাকা বর্শার খোঁচায় আহত হয় উবাই ইবনে খালফ। পরে সেই আঘাতেই তার মৃত্যু হয়। [১] তবে যু*দ্ধের ময়দানে তিনি ছিলেন বীর বাহাদুর। তাঁর সামনে দাঁড়িয়ে যু*দ্ধ করতে পারে এমন কেউ ছিল না।


সেই অন্ধকার যুগেই তিনি তাঁর অপূর্ব চরিত্রমাধূর্য দিয়ে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। নবুয়তপ্রাপ্তির পূর্বেই তিনি 'আল-আমিন' (বিশ্বস্ত, আমানতদার) হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। [২] আর এটা হবেই-বা না কেন! শৈশবেই মহান রাব্বুল আলামিন তাঁর ক্বলবকে ফেরেশতার মাধ্যমে পবিত্র পানি দিয়ে ধৌত করে দিয়েছিলেন। [৩] ফলে সে হৃদয়ে কোনো পঙ্কিলতা মুহূর্তের জন্যও প্রবেশ করতে পারেনি।


তাঁর চেয়ে কোমল স্বভাবের, মহৎ হৃদয়ের মানুষ এই পৃথিবী আর জন্ম দেয়নি। তিনি তাঁর ঘোরতর শত্রুকেও ভালোবাসা দিয়ে জয় করে নিতে সক্ষম ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদীনায় চলে যাচ্ছিলেন, তখন কুরাইশদের ঘোষিত পুরস্কারের লোভে সুরাকা বিন মালিক নামক এক যুবক তাদের ধরে ফেলেছিলেন। চাইলে তিনি সুরাকাকে হ*ত্যা করতে পারতেন। কারণ, সে ছিল শ*ত্রু। কিন্তু তা করেননি। বরং সুরাকার জীবনের নিরাপত্তা দিয়েছেন। [৪]


আপনি পৃথিবীর ইতিহাসে এমন মানুষ কোথায় পাবেন—যাঁকে নির্মমভাবে নির্যা*তন করার পরও তাদের ক্ষমা করে দিয়েছেন! তায়েফের নির্যা*তনকারীদের ধ্বং*স করার সুযোগ পেয়েও তিনি তাদের জন্য দোয়া করে বলেছেন—হয়ত এদের পরবর্তী বংশধর এক আল্লাহর ইবাদাত করবে এবং তাঁর সাথে কাউকে শরিক করবে না! [৬] 


তাঁকে হ*ত্যা করতে তর*বারি ওঠানো মানুষটিকেও তিনি ক্ষমা করে দিয়েছেন কোনোকিছু চিন্তাভাবনা না করেই। জি, এমনই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা। 

যে কুরাইশরা তাঁকে জন্মভূমি মক্কার মাটি থেকে বহিষ্কার করেছে, এমন কোনো নির্যা*তন নেই যা করেনি, আল্লাহর ঘরে প্রবেশ করতে বাঁধা দিয়েছে, তাদের তিনি কী করলেন মক্কা বিজয়ের পর? ভয়ে জবুথবু হয়ে যাওয়া কুরাইশদের তিনি জানিয়ে দিলেন—আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তোমাদের সবাইকে ক্ষমা করা হলো। অথচ চাইলেই তিনি প্রতি*শোধ নিতে পারতেন। দয়ার নবীজি প্রতি*শোধের চেয়ে ক্ষমাকেই বেছে নিলেন। [৬]


তিনি এমন মানুষ ছিলেন—জগতের সকল মানুষই যাঁর কাছে এসে আশ্রয় ও সম্মান লাভ করতো। তিনি সবাইকে অতি সহজেই আপন করে নিতে পারতেন। এজন্যই একজন গ্রাম্য বেদুইনকে বুকে জড়িয়ে ধরতে পারতেন অবলীলায়। ইহু-দির জানাজায় দাঁড়িয়ে গিয়ে সাহাবিদের জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে বলতে পারতেন—সে কি একজন মানুষ নয়? [৭]


কেউ কখনও তাঁর দুয়ারে এসে ফিরে যেতো না। সেটা হলে বিশ্বনবীর জন্যই অপমানজনক হতো। যাঁর ঘরে দিনের পর দিন চুলো জ্বলেনি; শুধুমাত্র খেজুর আর পানি খেয়ে দিন কেটেছে পুরো পরিবারের, সেই তিনিই দু-হাতে অকাতরে দান করতেন। নিজের জন্য পছন্দ করা ও অতি প্রয়োজনীয় চাদরটিও একজন সহজ সরল সাহাবিকে দিয়ে দিতে পারতেন। [৮]


আপনি এমন মানুষ কোথায় পাবেন? পারবেন পুরো দুনিয়া খুঁজে একজন বের করতে?

সুতরাং কবির কলম থেকে অবলীলায় বের হয়ে আসে—


"বালাগাল উলা বি কামালিহি

কাশাফাদ্দুজা বি জামালিহি

হাসানাতু জামিউ খিয়ালিসি

সাল্লু আলাইহি ওয়া আলিহি..." [৯]


আর মহান আল্লাহ তাআ'লা নিজে যাঁর চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সারা দুনিয়ার মানুষ মিলেও কি তার কিছু হেরফের করতে পারবে?


وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ

'নিশ্চয়ই তুমি মহান চরিত্রে অধিষ্ঠিত।' [১০]

অগণিত দুরুদ ও সালাম প্রাণপ্রিয় নবীজির ওপর। 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।