◾মাতাপিতা◾
মোহাম্মদ ইলিয়াছ
পৃথিবীতে স্বর্গ মেলে থাকলে মা ও বাবা
তাদের ছাড়া জীবনখানি যায় না কভু ভাবা
ছায়া হয়ে মাথার উপর দেন বিছিয়ে চাদর
অমানুষই ভুলতে পারে বাবা -মায়ের আদর।
সন্তান যখন বাইরে থাকে আকাশটা হয় কালো
দেখলে পরে সন্তানেরে দুনিয়াদারী আলো
কোথায় পাবে স্বর্গসুধা মাতাপিতার মতো
থাকতে সময় সেবা দিয়ে দূর করে দাও ক্ষত।
মনের ক্ষত দূরে সরাও দেখছে জগৎস্বামী
ওরে ও ভাই, তাদের মতো কে আছে আর দামী?
তাদের দোয়া অব্যাহত সন্তানেরই জন্য
তাদের সেবা করলে তবেই ভবের জীবন ধন্য।
মা-বাবা যার থাকে পাশে সে জন সদা সুখী
মা-বাবা নেই আছে সবই সে জন বড়ই দুখী
পৃথিবীতে তারই আছে স্বর্গ সমান সুখ
যারই বাবা কেঁদে ভাসায় শিশুর তরে বুক।
মাথার উপর থাকতে ছায়া করতে হবে কদর
মাতাপিতা কষ্ট পেলে উঠবে কেঁপে সদর
মাতাপিতা খুশি হলে তবেই খুশি রব
চিরশান্তির শীতল বায়ু হবে অনুভব।
১০ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩ দিন ৩৬ মিনিট আগে
১৬ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
২১ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
২৫ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৬ দিন ২২ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে