হিংস্র পশুর থাবা থেকে বাঁচিয়ে ছিলে এই দেশকে তুমি একাত্তরে;
তোমার জন্যই পেয়েছিলাম বাংলা,সেই তোমাকে হারিয়ে দিশেহারা বাংলার বুক পঁচাত্তরে।
যাতনার স্মৃতি ভেসে আসে শোক মাখা ১৫-আগস্টের সকালে, কেঁদে ওঠে দেশ
বিষাদের মোহে ডুবে সবাই,অশ্রুতে কপোল ভেজায়
কোটি বাঙালির নয়ন মেঘ হচ্ছে না শেষ।
শ্রাবণের মেঘ জমে বৃষ্টিও কুঁকড়ে কাঁদে
রেইনট্রি গাছটার ডালে বসে কাঁদে শালিক পাখি
খরস্রোতা নদীটাও আজ বয়ে চলছে নিরবে
শিশুরা দুধ চাচ্ছে না,মা-ও দেখছে না মেলে আঁখি।
পশুদের পাশবিকতায় ৩২-এর বাড়িতে আধারে
রক্তস্রোত বসিয়েছিলো হায়েনারা যেদিন;
হাজারটা যুগ কেটে যাবে,কাটবে না হায়েনাদের প্রতি
ঘৃণা জন্মানো আসলে সেদিন।
যুগের পর যুগে,মুজিব তুমি রবে বাঙালির মনে
স্মৃতি যাবে না মুছে,হবে না শেষ;
তরুণদের কন্ঠে আজ_তোমার স্বপ্ন বুনবো মোরা
গড়ব সোনার বাংলাদেশ।