সুরেলা সুর শুনেছি প্রাতে,
বিমোহিত আমারও হৃদয় তাতে।
যে সুর লেগেছে অন্ত মনে,
প্রিয়,বাঝিছো বসে এ সুর কোন খানে?
পর রাতে আধার নীলিমায়,
আসবে কি প্রিয়, আমারও নিরব প্রেমময়ী হয়ে-
সে পূর্ণিমায়!!
বাঝিবে কি তুমি,আজিকের সুর আমারও অন্তরায়?
বিরহী হয়ে সে সুর যে শুনতে চায়!
ওগো প্রিয়,তোমারও পরম্পরায়।
পর রাতে আধার নীলিমায়,
আসবে কি প্রিয় আমারও নিরব প্রেমময়ী হয়ে-
সে পূর্ণিমায়!!
ঐ দেখো প্রিয় দিগন্তের কিনারায়,
তার মাঝে দুজনা মিলে গাথিবো-
সুরের বিননী এ ধরায়।
ভাসবে সে সুর দক্ষিনা হাওয়ায়,
পর রজনীতে আধার নীলিমায়,
আসবে কি আমারও নিরব প্রেমময়ী হয়ে,
সে পূর্ণিমায়!!
ইয়াছিন আরফাত মঈন
শিক্ষার্থী ঢাকা কলেজ
৩ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে