চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড় ধসে বাবাও সাত মাস বয়সী এক শিশুসহ দুই জনের মৃত্যু।
এ এম রিয়াজ কামাল হিরণ চট্টগ্রাম জেলা
চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ থানার ষোলশহর এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে বাবা ও সাত মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মৃতরা হলেন পাঁচলাইশ আই ডব্লিউ কলোনির বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার শিশু কন্যা বিবি জান্নাত। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আল্লাহ আমাদের চট্টগ্রাম শহরকে রহম করুন। চট্টগ্রাম শহরের বেশিরভাগ এলাকার মানুষ এখন পানিবন্দী।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, ভোরে নগরীর পাঁচলাইশ এলাকায় একটি কলোনীতে পাহাড় ধ্বসের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। একটি বসত ঘরে ঘুমন্ত সদস্যদের ওপর পাহাড় ধ্বসে পড়ে। এতে আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরে আলম আশিক জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাহাড় ধসে আহত চারজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা দুজনকে মৃত্য ঘোষণা করেন।
৫ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
১৬ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
২২ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে
২৭ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪০ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪০ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
৪৩ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে