মাঠের কাছের বকুল গাছের একমুঠো ফুল পাশে;
হালকা করে ছুয়েছিলাম লেপ্টে দিলাম ঘাসে।
রাত্তিরের মাঝে সমীরের ভাজে বকুলগুলোর ঘ্রাণ;
আঁচড় দাগে উদাস লাগে_ পাগলাটে এই প্রাণ।
ঘ্রাণের ফাঁকে বিরাট ঝাঁকে জোনাক পোকা আসে;
রাত্রি দুপুরে মাথার উপরে আধা চাঁদও হাসে।
দক্ষিণা বাতাস করে হুতাশ ফিরে উত্তরা নীড়ে:
ঘ্রাণমাখা খামে চিঠি দিলাম বকুল ঘ্রাণের ভীড়ে।
বটের বাঁকে ঝিঝির ডাকে কেমন যানি লাগে
চাঁদের হাসিতে আলোর রশ্মিতে প্রেমের কথা জাগে।
তোমায় খুঁজি তোমায় ফিরি তোমায় ভোলা বারণ
জ্যোৎস্না রাতে উন্মাদ যাতে তুমি তাহার কারণ।
তাইতো_
আধার গেলে জ্যোৎস্না এলে উঠোন মাঝে নামি
নিঃসঙ্গ কাক বুঝতে পারে সঙ্গী কত দামী।
৩১ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৫ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে
৪৭ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৮ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
৫৭ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬০ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৬৩ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে
৭১ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে