বাগেরহাটের মোরেলগঞ্জে মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প ২ এর চতুর্থ পর্যায়ের ঘর নির্মাণের কাজের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। চতুর্থ পর্যায়ের মোরেলগঞ্জে বরাদ্দকৃত ৭০ টি ঘরের মধ্যে আজ বুধবার সকালে উপজেলার খাউলিয়া ইউনিয়নের কুমারখালি গ্রামে ৩৫টি গৃহহীন পরিবারের জন্য এ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান, ইউপি সদস্যগণ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এর আগে এ আশ্রয়ন প্রকল্পের আওতায় মোরেলগঞ্জে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস জমিতে প্রথম পর্যায়ে ৬ টি, দ্বিতীয় পর্যায়ে ১৬১টি, তৃতীয় পর্যায়ে ১৫০ টি ঘর নির্মাণ শেষে গৃহহীনদের মাঝে ২ শতক জমি সহ নির্মিত ঘর বিতরণ করা হয়েছে।