সরকারের পতনের একদফা ও খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে চতুর্থ দফায় আরও ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার ও শনিবার (১০-১১ নভেম্বর) ২দিন বিরতি দিয়ে রোববার ও সোমবার (১২-১৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।
রিজভী জানান, আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।
উল্লেখ্য, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে আজ বৃহস্পতিবার। এর আগে গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল এবং ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ দেয় বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো।পরে দ্বিতীয় দফা রবিবার (৫ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ দেয়া হয়। এরপর একদিন বিরতি রেখে বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা দেয় দলটি।
১২ ঘন্টা ০ মিনিট আগে
১৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৭ ঘন্টা ২ মিনিট আগে