নোয়াখালী সেনবাগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সেনবাগ পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা।
রোববার (১২ নভেম্বর ) সকাল ১০টা থেকে নোয়াখালীর সেনবাগ পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা সেনবাগ পৌরসভার মেয়র মোঃ আবু নাছের ভিপি দুলালের পৃষ্ঠপোষকতায় ৩য় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত মোট দুই হাজার ১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে । সেনবাগ পৌর শহরের চারটি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত বৃত্তি পরীক্ষায় প্রতি শ্রেনীতে ২০জন করে মোট ১'শ ২০জনের মাঝে এ বৃত্তির সম্মননা ও সদনপত্র আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে। বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক জানিয়েছেন পরীক্ষার ফলাফল আজই ঘোষণা করা হবে।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, সানিজ গ্রুপের কর্ণধার ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও সেনবাগ পৌর মেয়র মেধাবৃত্তির পৃষ্ঠপোষক আবু নাছের ভিপি দুলাল, লন্ডন প্রবাসী আব্বাস চৌধুরী, পৌর কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।