কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে পাবন সূত্রধর (৪) ও আনন্দ সূত্রধর (৫) নামে আপন চাচত দুইভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্ট্রগ্রাম পূর্ব পাড়া মিস্ত্রিবাড়ীর পুকুরে এ দুর্ঘটনা ঘটে। পানিতে ডুবে মৃত্যু হওয়া পাবন সূত্রধর ওই গ্রামের মিস্ত্রিবাড়ির যুবরাজ সূত্রধরের ছেলে এবং আনন্দ সূত্রধর একই বাড়ির লিটন সূত্রধরের ছেলে। সোমবার দুপুর ১টার দিকে পাশের বাড়ির লোকজন শিশু দু’টিকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ইউপি মেম্বার সাকের হোসাইন বলেন,আমি ঘটনা শুনে সাথে সাথে সেখানে গিয়েছি, পরিবারের সাথে কথা বলেছি পাবন সূত্রধর ও আনন্দ সূত্রধর চাচাতো ভাই।তারা সকালে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজা খুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নাঙ্গলকোট থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, শিশু মৃত্যুর বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি।
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
২০ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ৪৭ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে