নাঙ্গলকোটের মক্রবপুর গ্রামে শামীম ইসলাম আপন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছেন তার বাবা নজরুল ইসলামসহ পরিবারের লোকজন।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গ্রামের স্টিল ব্রিজ এলাকায় নানার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু আপনের বাবার বাড়ি একই গ্রামের হাজী বাড়ি। শিশু শামীমের বাবার দাবি অজ্ঞাত কেউ তার একমাত্র ছেলেকে হত্যা করে চিকন রশির সাথে ঝুলিয়ে রেখেছে। শামীম ইসলাম আপন নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
এ ব্যাপারে শিশু শামীমের বাবা নজরুল ইসলাম বলেন, আমি অটোরিকশায় করে গ্রামে-গ্রামে বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি করি। সন্ধ্যায় বাড়ি এসে ছেলের কথা জিজ্ঞাসা করলে আমার স্ত্রী জানায় ছেলে পড়ছে।
এ সময় আমার ফুফু জোসনা বেগম আমাকে বলে তোর ছেলে ঝুলে আছে কেন। আমি ছেলের কাছে গিয়ে দেখি কাপড় শুকানোর রশির সাথে তার মায়ের ওড়না পেঁচানো মাটির সাথে পা লাগা অবস্থায় ঝুলে আছে। আমি ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে। আমি নিশ্চিত করে বলতে পারব আমার ছেলেকে কে বা কারা হত্যা করেছে। আমি তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমারজেন্সি মেডিক্যাল অফিসার মোহাম্মদ আরিফ বলেন, শিশুটিকে আমাদের কাছে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার গলায় সামান্য দাগ দেখা গেছে।
নাঙ্গলকোট থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, শিশু মৃত্যুর বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
২০ ঘন্টা ২৭ মিনিট আগে
২৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ৪২ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে