কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ২০১০ সালে যৌতুকের দাবিতে স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যা মামলায় স্বামী আব্দুর রবকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর ) দুপুরে কুমিল্লার নারী ও শিশু দমন নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি আব্দুর রব আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রব (৩৫) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বামবাতাবাড়ীয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাড. প্রদীপ কুমার দত্ত। তিনি জানান, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বামবাতাবাড়িয়া গ্রামে ২০১০ সালের ২৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে দাবিকৃত যৌতুকের টাকা এনে না দেওয়ায় স্ত্রী ঝর্ণাকে পিটিয়ে পুকুরঘাটে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করে তার স্বামী আব্দুর রব। পরে আসামি ১৬৪ ধারা জবানবন্দিতে স্বীকারোক্তী জবানবন্দি দেন আদালতে।
নিহতের বাবা শামছুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা দায়ের করলে রাষ্ট্রপক্ষ ১১জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আবদুর রবকে মৃতুদণ্ডাদেশ ও ২০হাজার টাকা অর্থদণ্ড করেন
৩ ঘন্টা ২২ মিনিট আগে
২০ ঘন্টা ৩২ মিনিট আগে
২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ৪৬ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে