অনেক রাত পর দূরের আকাশে একটি গোলাপ হেসে ওঠে।
আমি তার ঘ্রাণের খোঁজে হেঁটে চলি জোছনার ঠোঁট থেকে ঠোঁটে।
ছুঁয়ে দিই দীপ্তিমান নীহারিকা, পড়শির ঘন কালো রং।
মাটির পুরোহিত আমি—যৌগিক রঙের ভ্রমে নীল জলে ডুবব না আর,
পরব না ভুলফুলের বিসৃত মালা!
যখন গভীর ঘুমে নিমগ্ন থাকে সব!
যে সময় জেগে থাকে পেঁচার জ্বলজ্বলে চোখ;
সেই চোখ খুঁজব না আর।
তুমি নিয়ে যাও আধ্যাত্মিক জীবনের খোঁজে
রক্ত হিম করা ভূতুড়ে পাখির ডাকে ভয় নেই আর
আমি জেনে গেছি সব—চাঁদমুখের লালিত্য তোমার,
তুমি ধরা দাও সখা গাছলতাগুল্ম হৃদয়ে আমার!