কবে, কখন, কোন বেলাতে
আমার মনের অগোচরে
তুই থেকে আপনি হলাম
তা জানা ছিল না।
কোন সকালের শিশির পায়ে,
কিংবা বৃষ্টিভেজা গায়ে
তোমার অজান্তেই আপনি হলাম
জানা ছিল না।
কেন তা জানতে পারলাম না!
আমিতো অবুঝ, তুমি বুঝ
তবে কেন আমার প্রতি তোমার
এই নির্দয় হৃদয় ভাংগা খেলা?
কেন তবে আজ আমি তোমার
আপন থেকে পর বিনিয়ম হলাম?
কি ছিল সে কঠিন অপরাধ,
যার জন্য আমার প্রতি তোমার
পর পর গন্ধ !
জানা ছিল না৷
কেন তা আমি জানতে পারলাম না!
দিন শেষে রাত, রাত শেষ হলেই সেই
নির্দয়তা; মানতে পারছিনা
জানা ছিলো না, তোমার সেই-
মন পাল্টানোর গল্প।
গোধুলির আগেই পালটে গেলে তুমি
জানা গেলো না !
আফরিনা সুলতানা ঈশিতা
নবাবগঞ্জ, ঢাকা।
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে