আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে মানবাধিকার ও পরিবেশ আন্দোলন - মাপা, বাংলাদেশ ও বাংলাদেশ মহিলা পরিষদ, রংপুর কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গত রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রংপুর টাউন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোশফেকা রাজ্জাকের ( সিনিয়র সহ-সভাপতি, মানবাধিকার ও পরিবেশ আন্দোলন) সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ( উপ-উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর)। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এফ.এম আহসানুল হক ( চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রংপুর)।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব তাবিউর রহমান প্রধান, ( সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর)। ড. শাশ্বত ভট্টাচার্য (সভাপতি, সচেতন নাগরিক কমিটি-সনাক, রংপুর)। মেজবাহুন নাহার (ব্যবস্থাপক- উন্নয়ন কর্মসূচি, আর.ডি.আর.এস বাংলাদেশ)
প্রধান অতিথি প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, "বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার্থে প্রতিবছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। মানবতার গান কখনো থেমে যাবার নয়। আমাদের মধ্যে মানবতার সংস্কৃতির অভাব। আমাদের সবার জন্য স্বাধীনতার কথা বলতে হবে, সবার জন্য সমতার কথা বলতে হবে, নিশ্চিত করতে হবে সবার জন্য ন্যায় বিচার।"
জনাব মো: তাবিউর রহমান প্রধান বলেন, "মানবাধিকার লঙ্ঘনের প্রধান কারণ আমাদের রাষ্ট্র ও সমাজব্যবস্থা। মানবাধিকারকে পুনরুদ্ধার করতে বিচারকার্যের উন্নয়ন প্রয়োজন।"
জাতিসংঘের দিকনির্দেশনা অনুযায়ী সবার জন্য স্বাধীনতা, সমতা, ন্যায়বিচার নিয়ে কাজ করতে দিকনির্দেশনা মূলক ব্যক্তব্য দেন অন্যান্য আলোচকেরা।
৪ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে