রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, আপদকালীন খাদ্য মজুত আছে: প্রধানমন্ত্রী বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে থানার অফিসার ইনচার্জের সাথে নিসচা'র মতবিনিময় রেমাল চোখ রাঙাচ্ছে, আছড়ে পড়বে দক্ষিণাঞ্চলে জয়পুরহাট থেকে ইয়াবা সরবরাহ করার সময় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক জেলা রেজিস্ট্রার কতৃক ৭নং আলগী ইউনিয়ন অতিরিক্ত দায়িত্ব নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ উল্লাহকে দায়িত্ব পালনে বাঁধা নির্বাচনে৷ ভোট কারচুপির অভিযোগ বড় ভাইয়ের মৃ’ত্যুর দিনে চলে গেলেন ছোট ভাই, দুইজনই ছিলেন উপজেলা চেয়ারম্যান কালিগঞ্জে তিন সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ছিনতাইয়ের মামলায় দুই আসামি কারাগারে শেরপুরে নো-হেলমেট নো-ফুয়েল এ কার্যক্রমের উদ্বোধন করলেন পুলিশ সুপার আকরামুল হোসেন ফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস খুলছে কলম্বিয়া তানোরে ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কুতুবদিয়ায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত চা-শিল্পের নানা সংকট উত্তরণ ও নিম্নতম মূল্য ৩শ টাকা নির্ধারণের দাবি শ্রীমঙ্গলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ১৪৩ দেশ টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার জনপ্রিয়তার কারণে আনোয়ারুল আজিমকে তৃতীয়বার মনোনয়ন দেয়া হয়েছিলো: ওবায়দুল কাদের সংসদ সদস্য আনারের হত্যাকারীরা প্রায় চিহ্নিত, শুধু ঘোষণা বাকি : স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত-১, ক্ষেতলালে সেরাকণ্ঠ জয়পুরহাট এর প্রাথমিক বাছাই পর্ব শুরু

বড়লেখায় কোয়াব এসোসিয়েশনের মাধ্যমে ক্রিকেটের সকল অসুবিধা দূর করবো-পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, এই ক্রিকেট খেলার মাধ্যমে আমরা বিশ্ব জয় করতে চাই, বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই সে লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আমাদের বড়লেখার কোয়াবের সদস্যদের মধ্যে থেকে যখন যারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে তখন আমরা গর্বিত হবো। কাঠালতলীর এবাদত হোসেন যখন জাতীয় দলে খেলে তখন আমরা গর্ববোধ করি। কোয়াব এসোসিয়েশন তোমাদের যেভাবে পৃষ্টপোষকতা করে যাচ্ছে আমরা আশা করছি তোমাদের মধ্যে থেকে শত শত এবাদত সৃষ্টি হবে।

শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব কোয়াব বড়লেখা'র আয়োজনে জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, কোয়াব এসোসিয়েশনের মাধ্যমে বড়লেখার ক্রিকেটের সকল অসুবিধা দূর করার চেষ্টা করবো এবং কোয়াব এসোসিয়েশনকে আরোও সম্মৃদ্ধ করবো।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ অব কোয়াবের আয়োজনে জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২৩-২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠানে কোয়াব সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, পি.সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছায়দুল ইসলাম, সিপিএ'র প্রতিষ্ঠাকালীন সভাপতি লুৎফুর রহমান চুন্নু। 

এসময় জাহেদ এন্ড তারেক প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন। 

এছাড়াও উপস্থিত ছিলেন মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, কোয়াব সহ-সভাপতি জালাল আহমদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোয়াবের প্রচার সম্পাদক রাসেল সাইফ, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, কোয়াবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন ক্লাবের ক্রিকেটারবৃন্দ।

আরও খবর