বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা!

নালিতাবাড়ীতে জমি নিয়ে দ্বন্দে ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

মেহেদী হাসান সাকিব ( Contributor )

প্রকাশের সময়: 11-10-2022 02:45:28 pm

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: জমি নিয়ে পারিবারিক দ্বন্দের জেরে ছেলের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে শেরপুরের নালিতাবাড়ীতে। জমি নিয়ে দ্বন্দ ও বাবার দায়ের করা মিথ্যা মামলার বিষয়ে সাংবাদিকদের কাছে মঙ্গলবার সকালে লিখিত এই অভিযোগ করেন ছেলে আফরোজ আলী।


এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পোড়াঁগাও ইউনিয়নের বেকিকুড়া এলাকার বাসিন্দা আতর আলী (৬৫) এক ছেলে ও এক মেয়ের দায়িত্ব নিয়ে বিধবা এক নারীকে বিয়ে করেন। পরে তাঁদের ঘরে ৪ মেয়ে ও ২ ছেলে সন্তান হয়। ২০০৯ সালে ওই নারীর মৃত্যুর ৩ মাস পর আতর আলী দ্বিতীয় বিয়ে করেন।


সেসময় আতর আলী তাঁর জমি ৬ সন্তানের মাঝে ভাগ করে দেন। পরে ২০১২ সালে বাড়ি ভিটার ১২ শতাংশ জমি ৬ লাখ টাকার বিনিময়ে দুই ছেলে আনসার আলী ও আফরোজ আলীর কাছে গ্রাম্য সাব কবলা দলিলে বিক্রি করেন। এছাড়াও আবাদি ৩৫ শতাংশ জমি তার নিজ নামে রেখে দেন। এরপর থেকেই সন্তানেরা নিজেদের অংশে থাকা সম্পত্তি ভোগ দখল করে আসছিলো। তার কিছুদিন পরই আতর আলী ২৫ শতাংশ জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেন এবং অবশিষ্ট ১০ শতাংশ জমি অন্যত্র বিক্রি করে দেন।এরপর থেকে আতর আলী তাঁর দুই ছেলে আনসার ও আফরোজের কাছেই থাকতেন।


এদিকে দ্বিতীয় স্ত্রীর ঘরে ছেলে সন্তানের জন্ম হয়। এর কিছুদিন পর হুট করেই দুই ছেলের নামে লিখে দেওয়া সম্পত্তি আতর আলী লিখে দেননি বলে দাবি করেন। এছাড়াও জোর করে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ এনে দুই সন্তানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তবে দুই ছেলের কাছে জমি ক্রয়ের তথ্য প্রমাণ থালায় মামলাটি শেষ হয়ে যায়।


চলতি মাসে বসত ভিটার ১২ শতাংশ জমি ছেলেদের কাছ থেকে ছিনিয়ে নিতে চেষ্টা করেন আতর আলী। নানা কৌশলে ব্যার্থ হয়ে তাঁর প্রথম স্ত্রীর আগের ঘরের ছেলে মোশারফকে সাথে নিয়ে ছেলেরা ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেএয়ার অভিযোগ এনে আবারোও থানায় মামলা দায়ের করেন।


এ বিষয়ে অভিযোগকারী আফরোজ আলী বলেন, আমার বাবা তাঁর দ্বিতীয় স্ত্রী ও তাঁর সাবেক স্ত্রীর প্রথম ঘরের ছেলে মোশারফের কু-পরামর্শে আমাদেরকে বাসা থেকে বের করে দিতেই নানা মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে যাচ্ছেন। তিনি এখনও আমাদের ঘরেই থাকছেন ও খাওয়া দাওয়া করছেন।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে আতর আলী বলেন, আমি কাউকে সম্পত্তি লিখে দেইনি। ওরা অন্যায় ভাবে ভোগ দখল করে যাচ্ছে। আমায় ধাক্কা দিয়ে বের করে দেয়নি। তবে কথা কাটাকাটি হয়েছে।


মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী উপ- পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বলেন,যেহেতু বাবা ছেলের মধ্যকার ঘটনা। তাই সামাজিকভাবে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে।

আরও খবর