১১ বছরের শিশুটি সে বাঁচতে চেয়েছিল,
স্বপ্ন ছিল তার হবে আর্মি অফিসার।
দার্শনিক হবে ছোট্ট সোনা,
স্বপ্ন দেখতেন পিতা।
নাম রাখেন শেখ রাসেল।
বুদ্ধিমত্তায় প্রখর ছিল,
লেখাপড়ায় ছিল অনন্য।
মুক্তি সংগ্রামে প্রত্যক্ষ দর্শক,
হানাদারদের নির্মমতার ছোট্ট সাক্ষী সে।
বেড়ে উঠছিল ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে।
হয়তো আজ সে প্রকাশ্যমান হতো
সূর্যের দীপ্ত কিরণের মতো।
হায় খুঁজছে তাকে ধানমন্ডি, তার খেলনাগুলি-
বন্ধু সকল,আকাশ, বাতাস, প্রকৃতি।
"হাসু বুবুর কাছে নিয়ে যাও"-
ছিল তার ইচ্ছে অন্তিম-তম।
মেরে ফেলে তাকে সপরিবারে
দিকভ্রান্ত সৈন্য দলে।
নিষ্পাপ সোনাটি তবে,
এখনো অমর বঙ্গকোলে।
লেখিকা-বৈশালী দাস সৃজা, শিক্ষার্থী, ৮ম শ্রেণি, শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়
৩১ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৪৫ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৭ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৮ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫৭ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৬০ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে
৬৩ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭১ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে