জন্মভূমি পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসন থেকে নির্বাচন করবেন ভিপি নুরুল হক নুর হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম বশেফমুবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ২৮ সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ, তালিকা দীর্ঘ হবার শঙ্কা তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন। ঘটনার একমাস থেকে চিল্লাতে থেকেও বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া গুলি উদ্ধার ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২ রাজশাহীতে জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ মৌলভীবাজারে সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীরা চালু করলেন ‘বিনা লাভের বাজার’ বগুড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করে সর্বস্ব ছিনতাই জয়পুরহাটে বিএনপির একাংশের নেতাকর্মীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রূপগঞ্জে শিক্ষার্থীদের গণমশাল মিছিল অভয়নগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত সরিষাবাড়িতে চাঁদা তুলতে গিয়ে তিন সমন্বয়ক পরিচয়ধারী জনতার হাতে আটক মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অবস্থান অনেক ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা বাঘারপাড়ায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা সাতক্ষীরার উপজেলা সহকারী কমিশনার অফিস অপসরনের প্রতিবাদ সভা অনুষ্টিত আশাশুনিতে শ্রীউলা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে এসি ল্যান্ডের মতবিনিময় ও ত্রাণ বিতরণ আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

ধর্ম প্রতিমন্ত্রীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত হওয়ার অভিযোগ

জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের ৪ সমর্থক আহত হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নস্থ মিতালী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিতালী বাজারে কাঁচি প্রতীকের সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।  এতে ৪ জন আহত হয়।

আহতরা হলেন, কাঁচি প্রতীকের সমর্থক গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালু (৫২), ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক
আব্দুর রশীদ ফারাজি (৬০), ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস শেখ (২৮) এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার লেবু ফারাজি (৫৫)।

কাঁচি প্রতীকের সমর্থক গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালু বলেন, 'গোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পোস্টার লাগানো শেষে আমরা ৫-৭ কর্মী মিতালী বাজারে পৌঁছামাত্রই আগে থেকে উৎপেতে থাকা নৌকা প্রতীকের সমর্থকদের ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার নেতৃত্ব দেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু কালাম আজাদ, তার ছেলে যুবলীগ কর্মী মামুন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জিয়াউল ফারাজি এবং তার ভাই যুবলীগ কর্মী রমজান। এসময় আমিসহ ৪ জন গুরুত্ব আহত হয়েছি। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, 'নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা আমাদের ৪ কর্মীকে পিটিয়ে আহত করেছে।'

স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ছানোয়ারা বলেন, 'মিতালী বাজার এলাকায় মারপিটে আহত ৪ ব্যক্তিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে আব্দুর রশীদ ফারাজি এবং লেবু ফারাজি নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।'

গোয়ালেরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অভিযুক্ত আবু কালাম আজাদ বলেন, 'আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হচ্ছে। ঘটনাটি পারিবারিক হলেও রাজনৈতিক ফায়দা নিতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অপপ্রচার করা হচ্ছে।'

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারধরের ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।'

আরও খবর