২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৫ ২০২২-২৩ অর্থবছরে মাছের উৎপাদন বেড়েছে এক লাখ ৩৩ হাজার টন সুন্দরবনে আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর বৈরী আবহাওয়ায় কলকাতার ফ্লাইট এসে নামলো কক্সবাজারে লুকিয়ে মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ডোমারে ছাত্রলীগের পদযাত্রা ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩ আক্কেলপুর কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ফিলিস্তিন পতাকা উত্তোলন ও ছাত্র সমাবেশ। প্রাথমিক বিদ্যালয় নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ডান হাতের তালুতে ‘M’ চিহ্ন থাকলে কী হয়, জানেন? চলে গেলেন ‘টাইটানিক’-এর ক্যাপ্টেন, অভিনেতা বার্নাড হিল টি-টোয়েন্টি বিশ্বকাপ: খেলোয়াড়দের জন্য পিসিবির বড় অঙ্কের পুরস্কার ঘোষণা ইবি বিজনেস ক্লাবের সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল অবৈধ টিভি চ্যানেল ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু ভোটকেন্দ্রে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির দাবি জনমত জরিপে বেলকুচি উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ব্যাবধানে এগিয়ে মোটরসাইকেল প্রতিকের বদিউজ্জামান ফকির নলছিটিতে সর্বজনীন পেনশন স্কীম অবহিতকরণ সম্পর্কিত র‍্যালী ও আলোচনা সভা নাফ নদীর ওপারে মর্টার শেলের বিকট শব্দে কাঁপছে টেকনাফ মহেশখালীতে চিংড়ি ঘের দখল নিয়ে সন্ত্রাসীর গুলিতে নিহত ১ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে রাজপথে কক্সবাজার জেলা ছাত্রলীগ রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ভোলা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর অব জসিম।

ভোট বর্জন করেছেন ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমুদ্দিন) স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) মো. জসিম উদ্দিন। তিনি ওই আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে লালমোহনে তার বাসভবনে এক সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তার নির্বাচনী এলাকার নৌকা মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন তার নেতাকর্মীদেরকে দিয়ে প্রতিটি কেন্দ্রে জাল ভোট দিচ্ছেন। এমনকি প্রতিটি কেন্দ্রে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সেজন্য তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

তিনি জানান, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি একবারেই নগন্য। যাকে প্রহসনের নির্বাচন বলা চলে। নৌকার প্রার্থীর শাওনের কর্মীসমর্থকরা তার কর্মীদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন এবং ভয়ভীতি প্রদর্শন করছেন। তিনি এ বিষয়ে জেলা রিটার্নিং ও লালমোহন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরকে অবহিত করেও কোনো সাড়া পাননি। যার জন্য তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।

যদিও লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, কোথাও কোনো প্রার্থীর কর্মীসমর্থকদেরকে কেউ বাধা দিচ্ছে না। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও নির্বাচন চলছে শান্তিপূর্ণ।

আরও খবর