গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক ইসলামপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক নদীতে জেলের জালে ধরা পড়ল কাছিম সাংবাদিকের ওপর হামলা বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে: জয়পুরহাটে মাওলানা রফিকুল ইসলাম খান "নলছিটি পাবলিক লাইব্রেরিতে বাংলা নববর্ষে সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ"

কেশবপুরে গড়ভাংঙ্গা-বাটবিলা গ্রামীণ রাস্তাটি বেহাল দশা।। সংস্কারের অভাবে জনোদূর্ভোগ দেখার কেউ নেই


গড়ভাংঙ্গা-বাটবিলা গ্রামীণ রাস্তাটি বেহাল দশা। সংস্কারের অভাবে জনোদূর্ভোগ দেখার কেউ নেই।  পরিণত হয়েছে মরণ ফাঁদ। ইটের সলিং থাকলেও মাঝে মাঝে গর্ত হয়ে পড়েছে। যারফলে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর।

উপজেলার গড়ভাংঙ্গা-বাটবিলা গ্রামীণ রাস্তাটি অনেক জনবহুল। প্রায় ০৩ কিলোমিটার এই রাস্তটি দিয়ে ১৮ টি গ্রামের মানুষ চলাচল করে থাকেন। চলাচলের অনুপযোগী হওয়ায় প্রায় ২৫ কিলোমিটার রাস্তা ঘুরে পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুর যেতে হয়।

রাস্তার দুই পাশ দিয়ে মাছের ঘের। রাস্তা ছাড়া উঁচু করে মৎস্য ঘেরের বেড়িবাঁধ। গড়ভাঙ্গা বাজার ঈদগাহ হতে বাটবিলা মোড় পর্যন্ত প্রায় ৩ কিলো মিটার রাস্তা দিয়ে (কেশবপুর- মনিরামপুর) দুই উপজেলার

মানুষ চলাচল করে থাকেন। বর্ষা মৌসুমে এই রাস্তার উপর ৪ থেকে ৫ ফুট পানি জমে বদ্ধ হয়ে পড়ে। দুই পাশে মৎস্য ঘেরের উঁচু বেড়িবাঁধ পানি সরার ব্যবস্থা নেই। নৌকায় করে পারাপার হতে হয়। রাস্তার ইটের সলিং উঠে বড় বড় গর্ত হয়ে পড়েছে। 

রাস্তার পার্শ্ববর্তী বসবাস কারি অনেকেই জানান, আমাদের রাস্তা চলাচল উপযোগী নয়বলে আমাদের ছেলে-মেয়েদের ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারছি না। নিকটেই যতটুকু পারে পড়ে। তরপর আর যেতে চায় না। সেই কারণে আমরা যুগ হিসেব পিছিয়ে পড়েছি। আমাদের কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো যদি তিনি তাঁর সংসদীয় এলাকার এই অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য রাস্তাটি সংস্কার করেদেন।

সাবেক স্থানীয় ইউপি সদস্য জি,এম নুরুল ইসলাম (খোকন) বলেন, কয়েকবার রাস্তাটি মেপে গিয়েছে কিন্তুু কোন কাজ হয়নি। প্রায় দুই যুগ আগে রাস্তাটি সলিং করা বর্তমানে রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি জনবহুল এলাকার স্বার্থে রাস্তাটি কার্পেটিং প্রয়োজন। উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

বর্তমান সরকার যেখানে গ্রামকে শহরের রুপে রুপান্তরিত করার লক্ষে কাজ করে চলেছেন। সেই সময় গ্রামীন এই জনপদের রাস্তাটি অবহেলিত।কর্তৃপক্ষের অবহেলা কারণ বলছেন এলাকাবাসী। 

পত্রিকা বিক্রেতা অলোক বলেন, আমার বাড়ি এই এলাকায় কেশবপুর থেকে প্রতিদিন আমি জাতীয় ও আঞ্চলিক পত্রিকা নিয়ে এই এলাকায় বিক্রি করে জীবিকা নির্বাহ করার পাশাপাশি মানুষের পত্রিকা পড়ার চাহিদা পূরণ করি। কিন্তুু রাস্তার যে অবস্থা সকালে ঘুম থেকে উঠে মনে চায়না পত্রিকা আনতে কেশবপুরে যায়। আমরা চরম অবহেলিত। রাস্তাটি কার্পেটিং ও সংস্কার করার কোন উদ্দ্যোগ নেই। 

এলাকার জনপ্রতিনিধি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে বিষয়টি অনেকবার জানানোর পরও রাস্তাটি সংস্কার করা হয়নি। এলাকার অসুস্থ রোগী চিকিৎসকের কাছে নিতে হলে বিষেশ করে গর্ভবতী মহিলাদের নিয়ে বিপাকে পড়তে হয়। এই রাস্তায় রোগী বহন করা গাড়ি আসতে চায় না। যারফলে কিছু করার থাকে না।  

এ ব্যাপারে কেশবপুর উপজেলা প্রকৌশলী মোঃ সায়ফুল ইসলাম মোল্লা বলেন, গড়ভাংঙ্গা ঈদগাহ হইতে বাটবিলা রাস্তাটি বেহাল অবস্থা আমি নিজে  রাস্তা মেপে আসছি। রাস্তা কার্পেটিং এর জন্য স্কিমও  প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর