আসন্ন উপজেলা পরিষদ ভোটে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের উপরেই আস্থা রাখতে চান ভোটারেরা। কারন বিগত ২০১৯ সালে দলীয় প্রতীক নৌকা নিয়ে এ উপজেলাতে প্রথমবারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। আর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর মাধ্যমে উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়ন করেন এই উদীয়মান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
ফলে এই নির্বাচনেও ভোটারেরা এলাকার বাকি উন্নয়ন ত্বরান্বিত করে নিতে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের উপরেই জোরাল ভাবে ভুমিকা রাখছেন। এতে করে গোদাগাড়ীতে আবারো জাহাঙ্গীর আলমের বিজয় এক প্রকার নিশ্চিত বলে এই উপজেলার তৃণমূলের ভোটারেরা জানান।
জানা গেছে, বিগত ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মত জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। জাহাঙ্গীর আলম তার নিজ এলাকায় ভোটারদের যে সব প্রতিশ্রুতি দিয়েছিলের তার বেশির ভাগই পুরন করেছেন। যার কারনে ভোটারেরা আবারো পুনরায় তাকেই নির্বাচিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কারন অন্য কাউকে বিজয়ী করলে উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে এমন আওয়াজ ভোটের মাঠে বিরাজমান।
গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের ভোটার জব্বার, মাহাবুর,মালেকসহ একাধিক ব্যক্তিরা জানান, বিগত ২০১৯ সালের নির্বাচনে জাহাঙ্গীর আলম ভোটারদের পরিষ্কার ভাবে বলেছিল আমি নির্বাচিত হলে উপজেলা পরিষদ হবে জনগণের।তিনি সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন। বিগত সময়ে অনেক নামি দামি চেয়ারম্যান ছিলেন। কিন্তু কেউ সাধারণ মানুষের পাশে দাঁড়াই নি।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার বাকি উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য ভোটারেরা আমাকে ভোট দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমার বিশ্বাস তারা আমাকে ভোট দিয়ে পুনরায় বিজয়ী করবেন।
১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে