সোহানুর রহমান সোহাগ :
দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিন সুবাহ। ২০১২ সালে ক্লোজআপ ওয়ান এর মাধ্যমে মিডিয়াতে পথ চলা শুরু করেন। পথচলা সঙ্গীত শিল্পী হিসেবে হলেও বর্তমানে দুই পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি।
তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে ২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ আরও বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।
প্রথম বারের মত ‘মাটির পরি’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেন তিনি। সেখান থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।
তানিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দেমাগ’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। সিনেমাটি পরিচালনা করেন মুকুল নেত্রবাদী। নয়ন মাহমুদের ‘মোমের পুতুল’, জাবেদ জাহিদের ‘দুই রাজকন্যা’, আনোয়ার শিকদারের ‘রাজা-রানীর গল্প’ সিনেমায় কাজ করেছেন তিনি।
এক এক করে বেশ কিছু ছবিতে কাজ শেষ করেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু ছবি।
আজ দুই পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। দেশচিত্র এর পক্ষ থেকে এই অভিনেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন।
১১ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে
৩৬ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪৫ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৫৩ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫৮ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে