বিধান চন্দ্র দেবনাথ
নারী হলো বোনের জাতি, নারী হলো মা
কোন কিছুর দোহাই দিয়ে তাদের বেধেঁ রেখো না।
স্বাধীনতা সবার দরকার যদি বাচঁতে হয়
নারী পুরুষ একসাথেই সমাজ গড়তে হয়।
সমাজের প্রতিটা ক্ষেত্রেই নারীর অবদান
নারী ছাড়া হয় না কভু পুরুষ মহান।
একটি দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকেই হয় নারী
তাদেরকে বাদ দিয়ে বলো ক্যামনে দেশটা গড়ি?
নারী যদি না থাকতো পৃথিরীর পরে
পৃথিবী হতো না সুন্দর এমন করে।
তাই তো বলি নারীকেও করো সম্মান
আজকের দিনে সবার, হোক তাই পণ।।
নাম : বিধান চন্দ্র দেবনাথ
উপজেলা : জামালগঞ্জ
জেলা : সুনামগঞ্জ
৭ ঘন্টা ২ মিনিট আগে
৭ ঘন্টা ১০ মিনিট আগে
৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ ঘন্টা ৩ মিনিট আগে
৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ ঘন্টা ৫৩ মিনিট আগে