শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোর মাঠ থেকে ১-০ গোলে হেরে এসেছিল আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ঘরের মাঠে ফিরতি লেগ জয়ের বিকল্প ছিল না গানারদের কাছে। সেই কাঙ্ক্ষিত জয়ই পেয়েছে তবে টাইব্রেকারের রোমাঞ্চের পর ৪-২ ব্যবধানে। দুইটি শট আটকিয়ে জয়ের নায়ক গানার গোলরক্ষক ডেভিড রায়া।