লক্ষ্মীপুরে যুবলীগ নেতা কামাল হোসেনের চোখ উপড়ে দিয়েছে দৃর্বত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে নন্দীগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত কামাল হোসেন বশিকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পোদ্দার বাজারের ফল ব্যবসায়ী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কামাল হোসেন ইফতারের পর বাড়ি থেকে পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন। নন্দীগ্রাম এলাকায় পৌছলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে রড দিয়ে খুঁচিয়ে তার চোখ উপড়ে ফেলে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থায় আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়েছে। কামাল হোসেন বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান বাহিনী প্রধান আবুল কাশেম জিহাদীর লোক বলে জানিয়েছেন এলাকাবাসী। এঘটনা পর এলাকায় উত্তোজনা বিরাজ করছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, কামাল হোসেনের অবস্থায় আশংকাজনক। তার ডান চোখের অবস্থায়সহ মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এছাড়া মাথা,নাখ-মুখ ও চোখ দিয়ে রক্তক্ষরন হচ্ছে। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, কামাল হোসেনের সাথে বাজারের এক সার ব্যবসায়ীদের মধ্যে দ্বন্ধ চলে আসছে। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
৩ মিনিট আগে
৫ ঘন্টা ৪ মিনিট আগে
৭ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৭ ঘন্টা ১৩ মিনিট আগে