নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ মার্চ ) নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
সভায় বক্তব্য রাখেন , সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম,সেনবাগ উপজেলা যুব উন্নয়ন অফিসার, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাহার উল্যাহ বাহার, পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুন।
বক্তারা ২৫ মার্চের কালরাত্রি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের উপর আলোকপাত করেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, সেনবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজি উল্লাহ, মাস্টার সফিকুজ্জামান শিমু, ২নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল হক সুমন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি সাংবাদিক প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, সাংবাদিক জুয়েল রানা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সেনবাগ থানার প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ৫২ মিনিট আগে
১ দিন ৫৩ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে