মুন্সিগঞ্জের সিরাজদিখান বাজারে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং ও তিন দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত সিরাজদিখান বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় তিনি মূল্য তালিকা প্রদর্শন না করায় লক্ষণ স্টোরকে ২ হাজার টাকা, কালাচাঁন স্টোরকে ১ হাজার টাকা ও রানা স্টোরকে ১ হাজারসহ তিন দোকানিকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন।
আসিফ আল আজাদ বলেন, রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে আমাদের কড়া তদারকি থাকবে। কোনো ভাবে যাতে বাজার অস্থিতিশীল না হয়,সেই লক্ষে বাজার তদারকি করা হচ্ছে। এছাড়া বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। কোনো ধরনের অনিয়ম যাতে না হয় এবং অসাধু ব্যবসায়ীরা পণ্য নিয়ে কারসাজি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক শাহালম মিয়া, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ ও সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।
১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে