রাতে বৃষ্টি হলেও টস হয়েছে সময়মতোই। বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সামনে টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয় তরুণ পেসার নাহিদ রানাকে।
অভিষিক্ত পেসারের সঙ্গে দলে আছেন শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ। শরীফুল গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
টসে জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে পাঠিয়েছেন। সিদ্ধান্তটা একটু চমকে দেওয়ার মতোই। সর্বশেষ দেশের মাটিতে কোনো টেস্টে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং করেছিল সেই ২০১৫ সালে।
মিরপুরের সেই টেস্ট ছিল পাকিস্তানের বিপক্ষে। সেই মিরপুর আর এই সিলেটের মাঝখানে বাংলাদেশ দেশে ২৭টি টেস্ট খেলেছে, এর মধ্যে টসে জিতেছে ১৪টিতে। সব কটিতেই বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছে। সিলেটের সবুজ উইকেট অবশ্যই এর কারণ।
এদিকে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কার। সফরকারীদের স্কোর ৪ রানে ১ উইকেট।
◾বাংলাদেশ দল: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।
◾শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।
৮ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে
১৪ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
২৫ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৮ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে