বৃহত্তর নোয়াখালীর আলোচিত নিউজ পোর্টাল নোয়াখালী জার্নালের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার শুভেচ্ছা সংখ্যা'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার নির্ঝর কনভেনশন সেন্টারে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.এস আরমান এর সভাপতিত্বে ও ব্লাড ব্যাংক অব ইয়ুথ সোসাইটিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুদ্দীন শান্তর সঞ্চালনায় কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী ও মোড়গ উন্মোচন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও নোয়াখালী জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মনির, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস,দৈনিক ইনকিলাব পত্রিকায় নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু,
জাগো নিউজ টুয়েন্টি ফোর এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি শামসুদ্দিন নোমান, কবিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহির,ইউ ফর ইউ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বসুরহাট সিটি হাসপাতাল এর চেয়ারম্যান ফায়সাল মাহমুদ,প্রেসক্লাব কোম্পানীগঞ্জের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ রহিম।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াখালী জার্নাল প্রতিষ্ঠার পর থেকে অনলাইন ও ভিডিওচিত্রে নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে যথেষ্ট ভূমিকা রেখে আসছেন, এসময় আগামীতেও এমন ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে নোয়াখালী জার্নালের এগিয়ে যাওয়ার প্রত্যাশায় শুভকামনা জানান বক্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি শরফুদ্দিন শাহিন, দৈনিক নবচেতনা উপজেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন,দৈনিক অগ্রসর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্যাহ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ মোঃ মতিন। সাংবাদিক নাজিম উদ্দিন খোকন, আমির হোসেন, রুবেল, ইমাম হোসেন,শাকিল আহমেদ, শাহাদাত হোসেন সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন করা হয়।
১৯ ঘন্টা ৫ মিনিট আগে
২০ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ৫ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে